গিল-জয়সওয়ালের নতুন রেকর্ড

A G Bengali
ওয়েস্ট ইন্ডিজের (West Ideas)  বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে জ্বলে উঠছিল যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শুভমান গিলের (Shubman Gill) ওপেনিং জুটি। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের (India) দুই তরুণ ব্যাটার ১৬৫ রানের পার্টনারশিপ করেন। জয়সওয়াল ৫১ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন এবং ম্যান অফ দা ম্যাচও জেতেন। অন্যদিকে ৪৭ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেন গিল। তাঁদের এই জুটি শুধু ভারতেক সিরিজ হারের লজ্জা থেকে বাঁচাল না, এরই সঙ্গে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের জুটির দ্বারা তৈরি এক রেকর্ডও স্পর্শ করল।
২০১৭ সালে এই অভিজ্ঞ জুটি ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম উইকেটে ১৬৫ রানের পার্টনারশিপ করেছিলেন। ভারতীয় ক্রিকেটে ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। এবার সেই ফাইলফলকেই স্পর্শ করল জয়সওয়াল-গিল জুটি। শুধু ভারতীয় ওপেনারদের রেকর্ড নয়, তার পাশাপাশি বাবর আজমদের রেকর্ডও ভেঙে ফেলেছেন তাঁরা। বাবর এবং রিজওয়ানের ১৫৮ রানের রেকর্ড ছিল। পাকিস্তানের এই জুটি ২০২১ সালে করাচিতে একটি টি-২০ ম্যাচ চলাকালীন এই মাইলফলক তৈরি করেছিল। কিন্তু শনিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়ল গিল-জসওয়াল জুটি।
ভারতের জার্সি গায়ে টি-২০ ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার ওপেনিং জুটি হিসাবে নেমেছিলেন জয়সওয়াল এবং গিল। তবে তাঁদের পারফর্ম্যান্স সকলকে মুগ্ধ করে দিয়েছে। রবিন উথাপ্পার মতে, জয়সওয়াল-গিল জুটির ভারতের পরবর্তী শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ানডেতে পার্টনারশিপে হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে শচীন ও সৌরভের ঝুলিতে।

Find Out More:

Related Articles: