গিল-জয়সওয়ালের নতুন রেকর্ড
২০১৭ সালে এই অভিজ্ঞ জুটি ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম উইকেটে ১৬৫ রানের পার্টনারশিপ করেছিলেন। ভারতীয় ক্রিকেটে ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। এবার সেই ফাইলফলকেই স্পর্শ করল জয়সওয়াল-গিল জুটি। শুধু ভারতীয় ওপেনারদের রেকর্ড নয়, তার পাশাপাশি বাবর আজমদের রেকর্ডও ভেঙে ফেলেছেন তাঁরা। বাবর এবং রিজওয়ানের ১৫৮ রানের রেকর্ড ছিল। পাকিস্তানের এই জুটি ২০২১ সালে করাচিতে একটি টি-২০ ম্যাচ চলাকালীন এই মাইলফলক তৈরি করেছিল। কিন্তু শনিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়ল গিল-জসওয়াল জুটি।
ভারতের জার্সি গায়ে টি-২০ ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার ওপেনিং জুটি হিসাবে নেমেছিলেন জয়সওয়াল এবং গিল। তবে তাঁদের পারফর্ম্যান্স সকলকে মুগ্ধ করে দিয়েছে। রবিন উথাপ্পার মতে, জয়সওয়াল-গিল জুটির ভারতের পরবর্তী শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ানডেতে পার্টনারশিপে হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে শচীন ও সৌরভের ঝুলিতে।