জোড়া রেকর্ড হিটম্যান রোহিতের

A G Bengali
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে ডোড়া রেকর্ড করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এক সঙ্গে জোড়া বিশ্বরেকর্ড করে ফেললেন! এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে 'হিটম্যান' ফের সর্বোচ্চ রানশিকারি হয়ে গেলেন। এই ম্যাচে ৪৪ বলে ঝকঝকে ৬৪ রানের ইনিংস খেলে রোহিত ছাপিয়ে গেলেন মার্টিন গাপটিলকে (Martin Guptill)। এই মুহূর্তে রোহিতের ঝুলিতে ১২৯ ম্যাচে ৩৪৪৩ রান। দুয়ে গাপটিল (১১৬ ম্যাচে ৩৩৯৯)। তিনে কোহলি (৯৯ ম্যাচে ৩৩০৮ রান)। সেই সঙ্গে রোহিত পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধ-শতরান করার রেকর্ড করে ফেলেছেন।

অন্যদিকে, স্কুলের হয়ে ১৩ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেছিলেন অর্শদীপ। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দলেও ছিলেন তিনি। ভারতের সিনিয়র দলেও জায়গা করে নেওয়া পেসার শুক্রবার ম্যাচ শেষে বলেন, “দারুণ অভিজ্ঞতা। নিজের পারফরম্যান্স নিয়ে আমি খুশি। দল জেতায় সেই আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। ইংল্যান্ডে খেলার পর অনেক দিনের ছুটি পেয়েছিলাম। সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। বোলিং কোচ পরেশ (মাম্ব্রে) স্যরের সঙ্গে কথা বলেছি। যে যে জায়গায় আমার উন্নতি প্রয়োজন সেগুলোতে অনুশীলন করেছি।” ২০১৭ সালের শেষের দিকে চ্যালেঞ্জার ট্রফিতে ভারত রেডের হয়ে খেলে সাত উইকেট নেন অর্শদীপ। নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে বল করে আইপিএলেও জায়গা করে নেন। পঞ্জাব কিংস দলের হয়ে খেলেন তিনি।

Find Out More:

Related Articles: