জেনে নিন করোনা সংক্রমণের কী পরিস্থিতি

A G Bengali
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য থেকে জানা গিয়েছে ভারতে একদিনে ১৬,৮৬৬ টি কোভিড -১৯ (Covid 19) সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে মোট কোভিড -১৯ সংক্রমণের সংখ্যা হয়েছে ৪,৩৮,০৫,৬২১। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সক্রিয় সংক্রমণ বেড়ে হয়েছে ১,৫০,৮৭৭। গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এরফলে মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২৬,০৭৪। ২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড সংক্রমণে ১,৩২৩ টি সংক্রমণ হ্রাস পেয়েছে। দেশে একদিনে ১৮,১৪৮ জন আরোগ্যলাভ করেছে। এই রোগ থেকে আরোগ্যলাভ করা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩২,২৮,৬৭০। অন্যদিকে মৃত্যুর হার হয়েছে ১.২০ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে হল ৭.০৩ শতাংশ। রবিবার দৈনিক সংক্রমণের হার ছিল ৫.২৯ শতাংশ। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় কেরলেই ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ছয় জন, পঞ্জাবে চার জন, দিল্লি ও সিকিমে দু’জন এবং উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, বিহার অসম, মণিপুর, নাগাল্যান্ড ও ত্রিপুরায় কোভিডে আক্রান্ত হয়ে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। রবিবার এই সংখ্যা ছিল ৩৬। পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৬৩৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৮,১৪৮ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩২ লক্ষ ২৮ হাজার ৬৭০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ২০২ কোটি ১৭ লক্ষ ৬৬ হাজার ৬১৫ টিকাকরণ হয়েছে।

Find Out More:

Related Articles: