আমেদাবাদের উইকেট নিয়ে জল্পনা

A G Bengali
বুধবার সিরিজের নির্ধারক ম্যাচ আমেদাবাদে। মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। সেখানকার পিচ নিয়ে সেজন্যই আগ্রহ বাড়ছে উভয় শিবিরে। ক্রিকেট মহল যদিও মনে করছে যে, লখনউয়ের মতো ঘূর্ণি পিচ থাকবে না মোতেরায়। দুই ম্যাচের পর সিরিজ এখন ১-১ অবস্থায় দাঁড়িয়ে। এদিকে, রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) মতো হেভিওয়েটরা খেলছেন না এই সিরিজে। ফলে নতুনদের দেখে নেওয়াও টিম ইন্ডিয়ার (Team India) লক্ষ্য। কিন্তু লখনউয়ের পিচে নিউজিল্যান্ড একশোও তুলতে না পারায় শুরু হয়েছে নানান বিতর্ক। এই আবহে তৃতীয় টি-২০ ম্যাচে শট খেলার উপযোগী পিচের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
ভারতীয় ক্রিকেটাররা সোমবার পৌঁছে গিয়েছেন আমেদাবাদে। বিমানবন্দরে ফুরফুরে মেজাজেই দেখা যায় হার্দিক, সূর্যদের। একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পর টি-২০ সিরিজও পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া।
অন্যদিকে, লখনউ পিচ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। খারাপ পিচ প্রস্তুতের জন্য এবারে চাকরি গেল পিচ কিউরেটরের। বিসিসিআই(BCCI)-এর তরফ থেকে এই শাস্তি দেওয়া হয়েছে। এমনও শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) নির্দেশে পিচ তৈরি করতে গিয়েই খারাপ পিচ প্রস্তুত করে ফেলেছেন সেই পিচ প্রস্তুতকারক।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, খারাপ পিচ তৈরি করার জন্য পিচ প্রস্তুতকারককে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বদলে গোয়ালিয়র থেকে সঞ্জীব আগরওয়ালকে নিয়ে আসা হয়েছে। কিছুদিন পরেই আইপিএল। এই মাঠই লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠ। আইপিএলে যাতে পিচ নিয়ে কোনও বিতর্ক না হয় তার জন্য ভাল পিচ তৈরি করতে বলা হয়েছে সঞ্জীবকে।
প্রসঙ্গত, লখনউ-এর একানা স্টেডিয়ামের উইকেট নিজের মতামত ব্যক্ত করেছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘সত্যি কথা বলতে লখনউ-এর উইকেট চমকে দিয়েছে আমাকে। আমরা এখনও পর্যন্ত দু’টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছি। দুটিতেই কঠিন উইকেট পেয়েছি। চ্যালেঞ্জিং উইকেটে খেলতে আমাদের কোনও অসুবিধা নেই। তবে এটা বলতেও দ্বিধা নেই যে এটা টি-টোয়েন্টি উইকেট নয়। এখানে ১২০ রানও জেতার জন্য যথেষ্ট ছিল। শিশির খুব একটা প্রভাব ফেলেনি। কিউয়ি স্পিনাররা ভারতীয় স্পিনারদের থেকে বেশি বল ঘোরাতে সক্ষম হয়েছে।’

Find Out More:

Related Articles: