কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৭০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ৩২৬। এর পাশাপাশি, দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৬৮।
অন্যদিকে, কলকাতায় পথে বেরোনো ৯০ শতাংশ মানুষই ঘুরছেন মাস্ক ছাড়া। এর সামগ্রিক ফলাফল হতে পারে ভয়াবহ। এমনটাই আশঙ্কা করছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের কর্তারা। সংক্রমণ বাড়তে থাকায় ইতিমধ্যেই বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর ‘কোভিড প্রোটোকল’ ও ‘অ্যাডভাইসরি’ জারি করেছে। চিকিৎসকেরা মনে করছেন, মাস্ক পরা নিয়ে এ বার রাজ্য সরকারের কঠোর হওয়ার সময় এসেছে। বুধবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬২১ জন। বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ৬৭৩। গত কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের ঊর্ধ্বমুখী লেখচিত্রের যে দাপট দেখা যাচ্ছে, তা প্রথমে দক্ষিণমুখী হলেও বর্তমানে উত্তরেও সে ভাল ভাবেই হানা দিয়েছে। কলকাতা পুর এলাকায় করোনার ওয়ার্ড-ভিত্তিক পরিসংখ্যান বলছে, জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত যেখানে সংক্রমিতের সংখ্যা মেরেকেটে ছিল ২০, এখন সেটা রোজই বেড়ে চলেছে। উত্তরের টালা, বেলেঘাটা, মানিকতলা, শ্যামপুকুর, ফুলবাগান এলাকায় করোনার প্রকোপ যথেষ্ট বেড়েছে বলে জানাচ্ছে পুর স্বাস্থ্য দফতর। অর্থাৎ, করোনা দক্ষিণে আর সীমাবদ্ধ নেই। তবে আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ শতাংশই উপসর্গহীন।