মা দলজিতও পরামর্শ দিলেন ভারতের নতুন অধিনায়ককে

frame মা দলজিতও পরামর্শ দিলেন ভারতের নতুন অধিনায়ককে

A G Bengali
ছেলে যশপ্রীত বুমরা। মা দলজিত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়ে ছিটকে যাওয়ায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বুমরা। সেই দায়িত্ব পালন করার জন্য কী কী করতে হবে সেই বিষয়ে উপদেশও দিয়েছেন মা। বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয় ভারতের ৩৬তম অধিনায়ক হচ্ছেন বুমরা। কপিল দেবের পর তিনিই প্রথম ভারতীয় পেসার, যিনি এই দায়িত্ব পেলেন। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন বলেন, “মা আবেগে ভাসছে। বুমরা ভাল করছে এটাই দেখতে চায় মা। খেলাটাকেও খুব ভালবাসে। বুমরাকে প্রচুর উপদেশও দিয়েছে মা। মা-রা যেমন ছেলেদের দিয়ে থাকে।”

অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রামে বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। তবে পরের দুটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবেন বিরাট। মহম্মদ শামি ও শিখর ধাওয়ানকে টি-টোয়েন্টি দলে না রাখা হলেও একদিনের দলে আছেন দুই তারকা। এক দিনের দলে নেওয়া হল অর্শদীপ সিংকে। দীনেশ কার্তিক শুধু টি-টোয়েন্টি দলেই জায়গা পেয়েছেন। আগামী ৭, ৯ ও ১০ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। এরপর ১২, ১৪ ও ১৭ জুলাই জস বাটলারের দলের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। একদিনের সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল,  জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং

Find Out More:

Related Articles:

Unable to Load More