উত্তরাখণ্ড রাজ্যের প্রচার-মুখ (ব্র্যান্ড অ্যাম্বাসাডার) করা হল ঋষভ পন্থকে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ঢামি এই ঘোষণা করেন। মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রচার-মুখ হওয়ার দায়িত্ব পেলেন। পন্থ ধন্যবাদ জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। পন্থ টুইটে লেখেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ পুষ্করজি। এই বিশাল দায়িত্ব পেয়ে ভাল লাগছে। তরুণদের বলতে চাই, নিজের উপর বিশ্বাস থাকলে সব কিছু অর্জন করা সম্ভব। তার জন্য পরিশ্রম করতে হবে।’
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পন্থ টেস্ট ক্রিকেটে ৩১টি ম্যাচ খেলে পাঁচটি সেঞ্চুরি এবং ২,১২৩ রান করেছেন। অন্যদিকে ২৭টি একদিনের ম্যাচে তিনি একটি সেঞ্চুরি হাঁকিয়ে ৮৪০ রান করেছেন। এছাড়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫৪ ম্যাচে তিনি ৮৮৩ রান করেছেন। IPL টুর্নামেন্টে তিনি দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্বও দেন। কয়েকদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শেষ ম্যাচে দুরন্ত শতরান করেছিলেন ঋষভ পন্থ। জীবনের প্রথম ODI সেঞ্চুরি হাসি ফুটিয়েছিল ১৩৩ কোটি জনগণের। এর থেকে বড় পুরস্কার ঋষভের কাছে আর কীই বা হতে পারে। ম্যাচের শেষে যখন তিনি মাঠ ছাড়ছিলেন, তখন তাঁর নামের পাশে ১১৩ বলে ১২৫ রান জ্বলজ্বল করছিল। পুরস্কার গ্রহণ করতে এসে ঋষভ পন্থ বললেন, "কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। আশা করছি, এটার কথা জীবনে ভুলতে পারব না।" আশা করা যেতেই পারে, আগামীদিনে ঋষভই ভারতীয় ক্রিকেটের প্রধান মুখ হয়ে উঠবেন।