দুই দিনেই শেষ হয় মোতেরা টেস্ট। রোহিত শর্মাই ছিলেন সেই ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রহকারী। প্রথম ইনিংসে ৬৬ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ২৫ রানে। গাওস্কর বলেন, “পিচে অস্বাভাবিক কিছু ছিল না। কখনোই বল অদ্ভুত ভাবে ব্যাটে আসেনি। পিচে স্পিন ছিল। একজন টেস্ট ব্যাটসম্যানের স্পিন খেলতে জানা উচিত। কঠিন পিচ ছিল, তবে খেলতে না পারার মতো কঠিন ছিল না। ব্যাটসম্যানরা নিজেদের দোষেই উইকেট দিয়ে এসেছে।” ১২৫টি টেস্টে ১০,১২২ রান করা গাওস্কর বলেন, “পিচ নয়, মানসিকতার কাছেই হেরেছে ব্যাটসম্যানরা। রোহিত শর্মা ২ ইনিংসেই রান করে দেখিয়ে দিয়েছে।” সিরিজের শেষ ম্যাচ মোতেরাতেই। ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে সেই টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই ম্যাচে ড্র করলেও চলবে বিরাট কোহালিদের। সেই ম্যাচেও কি ঘূর্ণি পিচই অপেক্ষা করে রয়েছে জো রুটদের জন্য?
অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।
Find Out More: