উত্তরপ্রদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অপর্ণা যাদবের বিজেপিতে যোগদান। হ্যাঁ, এক দিকে যখন বিজেপি ছেড়ে একাধিক বিধায়ক যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। তখন বড়সড় ভাঙন খাস যাদব পরিবারে। বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ তথা অখিলেশ যাদবের ভ্রাতৃবধূ অপর্ণা যাদব। বুধবার সকালে পদ্ম পতাকা তুলে নিলেন মুলায়ম সিংহ যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব। উত্তরপ্রদেশে ভোট আসছে। আর যথারীতি শুরু হয়ে গিয়েছে দলবদলের পালা। প্রথম অর্ধে যোগী মন্ত্রিসভার তিন মন্ত্রী-সহ একাধিক বিধায়ককে ছিনিয়ে নিজের দিকে টেনে বিজেপি-কে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছিলেন অখিলেশ। এ বার পাল্টা দিল বিজেপি। মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যোগ দিলেন বিজেপি-তে। যা সমাজবাদী পার্টির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, বিশ্বের পাশাপাশি ভারতও করোনা ও ওমিক্রনের দাপটে বিপর্যস্ত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও ২ লক্ষের ওপরেই রয়েছে। বাড়ছে ওমিক্রনও। এই আবহে দ্বিতীয়বারের জন্য প্রজাতন্ত্র দিবসে পালিত হবে প্রধান অতিথিহীনভাবেই। ২০২১ সালেও করোনা পরিস্থিতিতে কোনও প্রধান অতিথি প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকতে পারেননি। সূত্রের খবর, এবছর ২৬ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান হয়েছিল এশিয়ার পাঁচ জন নেতাকে। যদিও বিদেশমন্ত্রকের তরফে সরকারিভাবে কিছু প্রকাশ্যে জানান হয়নি। ২০২১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানান হয়েছিল। কিন্তু সেই সময় ব্রিটেনের কোভিড পরিস্থিতি এতটাই সঙ্কটজনক অবস্থার মধ্যে ছিল যে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।