ফিফার বর্ষসেরার তালিকায় মেসি!
ফিফা-র (FIFA) ওই নমিনেশনে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) । তাছাড়াও আছেন ম্যাঞ্চস্টার সিটির এরলিং হালান্ড। তালিকায় আছেন গতবারের বিজয়ী রবার্ট লিয়নাডস্কি (Robert Lewandowski), ম্যাঞ্চেস্টার সিটির কেভিন দে ব্রুয়েন (Kevin De Bruyne), লিভারপুলের মহম্মদ সালাহ (Mohamed Salah), পিএসজির নেইমার (Neymar) ও আচরফ হাকিমি (Achraf Hakimi)। গতবছর ব্যালন ডিওর জয়ী করিম বেঞ্জেমাও(Karim Benzema) আছেন।
রি্য়াল মাদ্রিদের কোচ কার্লোস আনসেলোত্তি, ম্যাঞ্চেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা, আর্জেন্তিনার স্কালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশঁ, মরক্কোর ওয়ালিদ রেগরাগুই পুরস্কারের তালিকায়। লিভারপুলের অ্যালিসন বেকার, রিয়াল মাদ্রিদের থিবট কুরতোয়েজ ও অ্যাস্টন ভিলার মার্তিনেজ সেরা গোলকিপারের পুরস্কারের নমিনেশনের তালিকায় নাম আছেন। আজ, শুক্রবার প্রতিটা ক্যাটেগরিতে সেরা তিন জন করে নাম প্রকাশিত হবে।
মহিলাদের এই পুরস্কারের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বার্সেলোনা ও আর্সেলান। বার্সোলোনার অ্যালেক্সিয়া পুতেল্লাস( Alexia Putellas), কেইরা ওয়ালস(Keira Walsh ), আয়তানা বোনমাতি (Aitana Bonmati) ছাড়াও আর্সেলানের লিয়া উইলিয়ামসন (Leah Williamson), ভিভিয়ান মিয়েদেমা (Vivianne Miedema), বেথ মিড (Beth Mead)।