দিলীপ কুমারের প্রয়াণ দিবসে ইনস্টাগ্রামে কী লিখলেন সায়রা বানো?

A G Bengali
৭ জুলাই। দিনটা আরও অনেকেই ভুলে গেলেও আজকের দিনটা চিরকাল মনে রাখবেন বলিউড অভিনেত্রী সায়রা বানো (Saira Banu)। কারণ, এইদিনই ধরাধাম ছেড়ে পরলোক যাত্রা করেছিলেন সর্বকালের অন্যতম সেরা অভিনেতা দিলীপ কুমার(Dilip Kumar)।তাঁর মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে দুটো বছর।আজ বারবার সাইরার মনে পড়ছে তার মনের মানুষ দিলীপ সাবের কথা।শেষ দিন পর্যন্ত যাঁর বেঁচে থাকার সঙ্গে ওতঃপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন তিনি।আজকের দিনটা একটু বেশিই স্পেশাল হয়ে থাকল সাইরার জীবনে। পতিবিয়োগের দিনেই ইনস্টাগ্রামে(Instagram) পা রাখলেন সিক্সটিজ এবং সেভেন্টিজের বলিউডের এই জনপ্রিয় নায়িকা।ইনস্টার প্রোফাইল পিকচারেও তাঁর সঙ্গে দেখা গিয়েছে দিলীপ সাবকেই।ভারতবর্ষেক 'কোহিনূর' দিলীপ কুমারের প্রয়াণ দিবসে দুজনের একজোড়া ছবিও শেয়ার করেছেন তিনি।যা ইনস্টাগ্রামে সায়রা বানোর প্রথম পোস্ট।স্বামীর দ্বিতীয় প্রয়াণদিবসেও(2nd Death Anniversery) যে দিলীপপত্নী একই রকম শোকস্তব্ধ তা বলার অপেক্ষা রাখে না। ইনস্টা পোস্টে দিলীপকুমারকে নিয়ে আবেগপ্রবণ বার্তা দিলেন সায়রা বানো।ভক্ত এবং শুভাকাঙ্খীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সায়রা লিখেছেন,''আজই সেই দিন,যেদিন সকাল ৭টা নাগাদ তাঁর প্রিয় মানুষ চিরনিদ্রায় গিয়েছিলেন।'' দিলীপ কুমারের প্রিয় কবিতায় স্বামীকে স্মরণ করেছেন অভিনেত্রী।পাশাপাশি সায়রা বানো দীর্ঘ পোস্টে আরও লিখেছেন,''আজও তিনি অনুভব করেন,দিলীপ সাহিব সবসময় তার সঙ্গে রয়েছেন।যায় হোক না কেন,তাঁরা এখনও জীবনের পথে একসঙ্গে হাঁটছেন।এমনকি জীবনের শেষ সময় পর্যন্ত দুজনে একে অপরের হাত ধরেই হাঁটবেন।''

ইনস্টাগ্রামের মাধ্যমে দিলীপ কুমারের জীবন,তাঁর ভাবনা,দৃষ্টিকোণ, উৎসর্গীত জীবনের  এবং প্রতিশ্রুতিগুলির কথা শেয়ার করবেন।শুধুমাত্র বলিউড ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেতা হিসেবেই নয়,সমাজের নানা ক্ষেত্রে যে কাজকর্ম করেছিলেন তিনি সেই সবকিছুও জানাবেন।ইনস্টা হ্যান্ডেলে সায়রা বানোর পদার্পনে উল্লসিত নেটদুনিয়ার ভক্তরা।কারণ,দিলীপ কুমার এমন একজন মানুষ,যাকে সবচেয়ে কাছ থেকে দেখেছিলেন সায়রা বানো।শেষ মুহূর্ত পর্যন্ত সর্বক্ষণের সঙ্গী ছিলেন তিনিই।তাই  কিংবদন্তী অভিনেতার বিষয়ে তার চেয়ে ভাল আর কেউই বলতে পারবেন না।সায়রা বানোর ইনস্টাগ্রামে উন্মোচিত হবে দিলীপ কুমারের জীবনের এক অজানা দিক।এমনটাই বলছেন নেটদুনিয়ার দিলীপ ভক্তরা।

Find Out More:

Related Articles: