অভিনয় থেকে অবসর নিচ্ছেন সব্যসাচী চক্রবর্তী?
এই সিদ্ধান্তের কথা কোথায় জানালেন?
বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর এই সিদ্ধান্তের কথা জানান সব্যসাচী চক্রবর্তী। তিনি জানান, ‘আপাতত আমি কোনও সিনেমাতেই নাম লেখাচ্ছি না। আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’
কেন এই সিদ্ধান্ত?
সব্যসাচী জানিয়েছেন, ‘বুড়ো হয়ে গিয়েছি। কোভিডে আক্রান্ত হয়েছি। আমি অসুস্থ। এবার আমি অবসর নিতে চাই।’
অবসরের পর কী পরিকল্পনা?
অভিনেতা জানিয়েছেন, নিজের মতো করে বাকি সময় কাটাতে চান তিনি। পছন্দের খাবার খাবেন, ঘুমাবেন, বই পড়বেন, টেলিভিশন, ওটিটি দেখবেন, খেলা দেখবেন।
অভিনয় জীবনে সেরা প্রাপ্তি?
সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘ কেরিয়ারে তাঁর সবথেকে বড় প্রাপ্তি ফেলুদার চরিত্রে অভিনয় করতে পারা।
প্রসঙ্গত, ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে ছিল ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’। সব্যসাচী চক্রবর্তী এই ছবিতেই অভিনয় করেছেন।