বিশ্বকাপের শেষ চারের আশা জোরালো করল ঝুলনরা

A G Bengali
ব্যাটে-বলে দুরন্ত পারফ্রম করে সেমিফাইনালের রাস্তা অনেকটা সহজ করে ফেলল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
বাংলাদেশকে ১১০ রানে হারালেন মিতালি রাজরা। এই জয়ের সঙ্গে প্রথম চারের লড়াইয়ে জায়গা কিছুটা পোক্ত করল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে টপকে তৃতীয় স্থানে পৌঁছে গেল তারা। ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন দলের বোলাররা। ফলে ২২৯ রান তুলেও সহজে জিতল ভারত। ২২৯ রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকে চাপে পড়ে যায় বাংলাদেশের ব্যাটিং। টপ অর্ডারের কোনও ব্যাটারই রান পাননি। ওপেনার শারমিন আখতার আউট হন ৫ রান করে। ফরগনা হক করেন শূন্য। অধিনায়ক নিগার সুলতানা, রুমানা আহমেদ, মুর্শিদা খাতুনও তাড়াতাড়ি আউট হন। পূজা বস্ত্রকরের গতি এবং রাজেশ্বরী গায়কোয়াড়, স্নেহ রানা ও পুনম যাদবের স্পিন সমস্যায় ফেলছিল বাংলাদেশের ব্যাটারদের।

অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে ৫০০০ রানের মাইলস্টোন পূর্ণ করলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। মঙ্গলবার বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে এই নজির গড়েন টিম ইন্ডিয়ার মহিলা দলের এই ওপেনিং ব্যাটার। শুধু ৫০০০ রান নয়, চলতি মহিলা বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) এখনও পর্যন্ত ২৫০ রান করে ফেলেছেন স্মৃতি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোন টপকে গেলেন ভারতের (Team India) তারকা ওপেনার। দরকার ছিল মাত্র ১৭ রান। এ দিন ইনিংসের ৬.১ ওভারে সালমা খাতুনকে চার মারার সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে এই ব্যক্তিগত নজির গড়েন মান্ধনা।

Find Out More:

Related Articles: