আগের থেকে কিছুটা ভাল আছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। হাসপাতাল সূত্রের খবর, শনিবার পর্যত প্লেটলেট নেমে ছিল ৫০ হাজারে। তা এখন বেড়ে ৮৪ হাজার হয়েছে। পরিচালকের রক্তে এখনও সংক্রমণ রয়েছে, যা কিছুটা হলেও ভাবাচ্ছে চিকিৎসকদের। তবে ক্রিয়েটিনিন আগের তুলনায় কিছুটা কম। যকৃতের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে খানিকটা স্বস্তি ফিরেছে চিকিৎসকদের। সূত্রের খবর, শনিবার পর্যন্ত বর্ষীয়ান পরিচালকের পরিস্থিতি বেশ খানিকটা সঙ্কটজনকই ছিল। তবে এ বার আস্তে আস্তে বিপদ কাটছে। শনিবার কিছু ক্ষণ ডায়ালিসিস হয়েছিল তাঁর। কিছুটা তন্দ্রাচ্ছন্ন থাকলেও জ্ঞান রয়েছে তপনবাবুর। আপাতত স্থিতিশীল অবস্থা খানিকটা ভয়মুক্তির ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি বলেই দাবি চিকিৎসকদের।
কিডনি, ফুসফুসের সমস্যা-সহ একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন পরিচালক। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টলিউড। সঙ্কটজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার। ৯২ বছর বয়সী অসুস্থ পরিচালককে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গত ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন পরিচালক। গত সপ্তাহে মূলত কিডনির সমস্যা নিয়েই SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। কিডনির সমস্যা ছাড়াও বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ রয়েছে, হৃদযন্ত্র বিকল হওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়। চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।প্রসঙ্গত,