মিচেলের শতরান

A G Bengali
লর্ডসে দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান করল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ২৭৭ রান। দ্বিতীয় দিনের শেষে অপরাজিত ছিলেন মিচেল ও ব্লান্ডেল। তৃতীয় দিনের শুরুতে শতরান করলেন মিচেল। ১০৮ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হয়ে যান তিনি। ২৫১ রানের মাথায় পর পর তিন উইকেট পড়ল নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে রান করা কলিন ডি গ্র্যান্ডহোম শূন্য রানে সাজঘরে ফিরলেন। খাতা খোলেননি কাইল জেমিসনও। টিম সাউদির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ব্লান্ডেল। দেখে মনে হচ্ছিল শতরান করবেন তিনি। মাত্র চার রান দূরে ৯৬ রানের মাথায় আউট হয়ে গেলেন ব্লান্ডেল। সাউদি করলেন ২১ রান। শেষ পর্যন্ত ২৮৫ রানের মাথায় শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস।

অন্যদিকে, শুক্রবার জীবনের ১৪ তম ফ্রেঞ্চ ওপেনের (French Open) ফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে সেমিফাইনাল থেকে মাঝপথে বিদায় নিতে বাধ্য হলেন আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev)। তিন ঘণ্টার বেশি খেলার পর গোড়ালিতে চোটের কারনে হুইলচেয়ারে বসে কোর্ট ছাড়তে হয় জেরেভকে। এই সময় ৭-৬ (১০/৮), ৬-৬ স্কোরে পিছিয়ে ছিলেন জেরেভ। চিকিৎসকদের সাহায্যে কোর্টের বাইরে যাওয়ার কয়েক মিনিট পরে ক্রাচে ভোর দিয়ে তিনি ফিরে আসেন কোর্টে। কোর্টে ফিরে এসে ম্যাচ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। নাদাল বলেন, "এটা তার জন্য খুবই কঠিন এবং দুঃখজনক। সে একটি অবিশ্বাস্য টুর্নামেন্ট খেলছিল এবং সে একজন খুব ভালো সফরসঙ্গী।"

Find Out More:

Related Articles: