আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)। ৮ অগাস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। তার আগে হবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসাবে নীরজ চোপড়াকেই (Neeraj Chopra) ফেভারিট ধরা হচ্ছিল। তবে তিনি গেমস থেকে ছিটকে গিয়েছেন। তাই ভারতের পতাকা বাহক হিসাবে আনুষ্ঠানিকভাবে পিভি সিন্ধুর (PV Sindhu) নামই ঘোষণা করা হল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (আইওএ) তরফে। গত রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর কুঁচকিতে চোট পেয়েছিলেন নীরজ চোপড়া। সিন্ধু বলেছেন, "কমনওয়েলথ গেমসের মতো অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেব মার্চপাস্টে। এটা আমার কাছে দারুণ সম্মানের খবর। আমাকে পতাকা বহনের জন্য বেছে নেওয়ায় জাতীয় অলিম্পিক সংস্থাকে ধন্যবাদ। আমার সব সতীর্থকে শুভেচ্ছা কমনওয়েলথে ভারতের হয়ে ভাল ফল করার জন্য।"
অন্যদিকে, এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্ন নেই। সাফ জানাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। যদিও আইসিসি কার্যত মেনে নিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ক্রীড়াসূচিতে প্রবল চাপ তৈরি হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেট এসে যাওয়ার পর ৫০ ওভারের ক্রিকেটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে সম্প্রতি। প্রশ্ন তুলেছেন ওয়াসিম আক্রম, অজয় জাডেজা, উসমান খোয়াজার মতো প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। অতিরিক্ত ক্রিকেটের কথা বলে এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকসও। কিন্তু আশঙ্কা উড়িয়ে আইসিসি জানিয়েছে, ২০২৩-২৭ সালের ক্রিকেট ক্যালেন্ডারে যথেষ্ট সংখ্যায় এক দিনের ক্রিকেট রয়েছে।