১৯৫৬ সালের সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জেতার নজিরও গড়লেন। যে নজিরের কথা জেনে সত্যিই মনে হবে যে বেঞ্জেমার বিষয়ে ঠিকই বলেছেন কার্লো অ্যান্সেলোত্তি। যিনি বলেন, বেঞ্জেমা হল ওয়াইনের মতো। যত সময় যায়, তত ভালো সময়। তারইমধ্যে এবার মহিলাদের ব্যালন ডি'অর জিতেছেন বার্সেলোনা এবং স্পেনের তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। প্রত্যাশিত ভাবেই ২০২২ সালের ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতলেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) ফরাসি মহাতারকা করিম বেনজেমা (Karim Benzema)। ২০২১-২২ মরসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ (Champions League), লা লিগা (La Liga) ও স্প্যানিশ সুপার কাপ ( Spanish Super Cup) জেতানোর নেপথ্যের কারিগর ছিলেন বেনজেমা।
সাদা জার্সিতে ফুল ফুটিয়েছেন বেনজেমা। ৪৬ ম্যাচে তাঁর পা থেকে এসেছে ৪৪ গোল। ১০টি গোল করাতে রেখেছেন নিজের অবদান। ৩৪ বছরের ফুটবলার লা-লিগায় করেছেন ২৭টি গোল। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হন ১৫ বার বল তে-কাঠিতে পাঠিয়ে। এর মধ্যে প্যারিস সাঁ জাঁ ও চেলসির বিরুদ্ধে আছে হ্যাটট্রিক।
অন্যদিকে, এটিকে-মোহনবাগানে রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের অভাব পূরণ করার জন্য তাঁর দিকেই তাকিয়েছিলেন সমর্থকরা। আইএসএলের প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত খেললেও গোল করতে পারেননি দিমিত্রি পেত্রাতোস। চব্বিশ ঘণ্টা আগে কোচিতে কেরলের ব্লাস্টার্সের বিরুদ্ধে অনবদ্য হ্যাটট্রিক করে সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। অথচ বাড়তি উচ্ছ্বাস দেখাতে রাজি নন দিমিত্রি। মোহনবাগানের নতুন তারকার উত্থানের কাহিনিও আকর্ষণীয়। তাঁর বাবা অ্যাঞ্জেলা ডিফেন্ডার ছিলেন। ভাই কোস্টা ও বোন পানাগিয়োটাও ফুটবলার। দিমিত্রি গর্ব করে বলেন, ‘‘আমাদের পুরো পরিবারটাই ফুটবলের সঙ্গে যুক্ত। আমরা একে অপরকে উদ্বুদ্ধ করি, শিক্ষা নিই।’’ কেরলের বিরুদ্ধে ৫-২ গোলে দুরন্ত জয় ডার্বির আগে আত্মবিশ্বাসী করে তুলেছে জুয়ানকেও। তিনি বলেছেন, ‘‘আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি ডার্বির জন্য দল তৈরি হয়ে যাবে।’’ সুনীলরা খেলবেন কাতারে: এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা সোমবারই সরকারি ভাবে ঘোষণা করে দিল, ২০২৩ সালে কাতারেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে হবে। খেলবেন সুনীল ছেত্রীরা।