ঝড়ের গতিতে বাড়ছে দেশে করোনার দৈনিক সংক্রমণ

A G Bengali
এ বার এক লাফে প্রায় ৫৫ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪ গুণ বেড়েছে। মঙ্গলবার গোটা দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ১২৪। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার বা পজিটিভিটি রেট এক লাফে ৪.১৮ শতাংশে পৌঁছেছে। সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সুস্থতার হার ৯৮.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।

অন্যদিকে,  করোনার নয়া ভ্যারিয়ান্ট IHU নিয়ে এবার বিবৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার জেনেভায় প্রথমবার IHU নিয়ে WHO-এর তরফে বিবৃতি দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড সংক্রান্ত বিষয়ের ম্যানেজার আবদি মাহমুদ জানান, করোনার এই নয়া স্ট্রেইন তাদের 'রাডারে' রয়েছে। তিনি আরও বলেন, "নয়া এই ভ্যারিয়ান্টটি ছড়িয়ে পড়ারও সমূহ সম্ভাবনা রয়েছে।" তবে এখনও এই ভ্যারিয়ান্টটি তেমন 'বিপজ্জনক' (Threat) হয়ে উঠতে পারেনি, তাই এটা নিয়ে এখনও তেমন চিন্তার কিছু নেই বলে জানানো হয়েছে WHO-এর তরফে। নভেম্বরে এই নয়া স্ট্রেইনের প্রথম খোঁজ মেলে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত IHU নামক এই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন ১২ জন। আফ্রিকান মহাদেশের অন্তর্গত ক্যামেরুন দেশটি এই ভ্যারিয়ান্টের উত্পত্তিস্থল বলে জানা গিয়েছে।

Find Out More:

Related Articles: