অবশেষে আসছে স্বস্তির বৃষ্টি। আর শুধু উত্তরবঙ্গই নয় এবার সুখবর দক্ষিণবঙ্গেও (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পয়লা বৈশাখের আগেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast Bengal) রাজ্যের সব জেলায়। শুধু দক্ষিণ বঙ্গই নয়, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। পশ্চিমের জেলায় দাবদাহ চরমে পৌঁছবে। তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update)। চৈত্রসংক্রান্তিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির (Rain Forecast Bengal) পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। তাপমাত্রা একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে পশ্চিমের তিন চার জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতায় শুষ্ক আবহাওয়া বহাল থাকবে আপাতত। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার, অর্থাৎ বাংলা বছরের শেষ দিন কলকাতায় বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। চলতি সপ্তাহেও তা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।