শুক্রবার কোহলির শততম টেস্ট, কি বললেন বুমরা পড়ুন

A G Bengali
মোহালির ওই ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথই হতে চলেছে বিরাট কোহলির শততম টেস্ট। সেই টেস্টকে কী চোখে দেখেছে ভারতীয় দল? প্রাক্তন অধিনায়ককে সতীর্থরাই বা কী উপহার দিতে চান? মঙ্গলবার মোহালি থেকে ‘ভার্চুয়াল’ সাংবাদিক বৈঠকে এসে ভারতের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা বলে গেলেন, ‘‘ভারতের জয়ের চেয়ে তো বড় উপহার আর কিছু হতে পারে না।’’ যোগ করেন, ‘‘তবে সব টেস্টেই আমরা জয়ের কথা মাথায় রেখে খেলতে নামি। আমাদের প্রথম লক্ষ্যই হল সিরিজ় জয়। আর ম্যাচ জিততে পারলে বিরাট সব সময়ই খুশি হয়।’’ তাঁর ক্রিকেট কেরিয়ারের উত্থানের নেপথ্যে কোহলির বড় ভূমিকা আছে। সেই কোহলি এখন একশোতম টেস্ট খেলতে চলেছেন। প্রাক্তন অধিনায়ককে নিয়ে মুগ্ধ বুমরা বলেছেন, ‘‘অবশ্যই একশো টেস্ট খেলা একটা বিশেষ কৃতিত্বের ব্যাপার। বিরাটের পরিশ্রম, ত্যাগ, দায়বদ্ধতা আজ ওকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ওর মুকুটে আর একটা পালক যোগ হতে চলেছে। বিরাটের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন। আমার তরফ থেকে ওকে শুভেচ্ছা আর অভিনন্দন।’’

প্রসঙ্গত, সচিন তেন্ডুলকর (২০০), রাহুল দ্রাবিড় (১৬৩), ভিভিএস লক্ষ্মণ (১৩৪), অনিল কুম্বলে (১৩২), কপিল দেব (১৩১), সুনীল গাভাস্কর (১২৫), দিলীপ বেঙ্গসরকার (১১৬), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১৩), ইশান্ত শর্মা (১০৫), হরভজন সিং (১০৩), ও বীরেন্দ্র শেহওয়াগের (১০৩) পর কোহলি ১১ নম্বর ভারতীয় হিসাবে শততম টেস্ট খেলছেন। কোহলিকে শুভেচ্ছা জানিয়ে বুমরা বলেন, "১০০ টেস্ট খেলা সবসময় বিশেষ  কৃতিত্বের। বিরাটের এই দলে প্রচুর অবদান। ও ভবিষ্যতেও দলে অবদান রাখবে। ও মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। আমি কোহলিকে শুভেচ্ছা জানাতে চাই। এটা ওর কঠোর পরিশ্রমেরই প্রমাণ।" কোহলি এখনও পর্যন্ত ৯৯টি টেস্টে ৭৯৬২ রান করেছেন ৫০.৩৯-এর গড়ে। করেছেন ২৭টি সেঞ্চুরি ও ২৮টি হাফ-সেঞ্চুরি।

Find Out More:

Related Articles: