এশিয়া কাপে নয়া রেকর্ডের সামনে রোহিত শর্মা

A G Bengali
আগামী রবিবার এশিয়া কাপে (Asia Cup 2022) মুখোমুখি ভারত-পাকিস্তান। রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজম (Babar Azam)। উত্তেজনার পারদ এখনই তুঙ্গে। তবে এই এশিয়া কাপে জোড়া মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে 'হিটম্যান'। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ের পথে রোহিত ভাঙতে পারেন দু'টি রেকর্ড। এক) রোহিতের সামনে সুযোগ রয়েছে এশিয়া কাপের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার হওয়ার। পাশাপাশি রোহিত প্রথম ভারতীয় হিসাবে এশিয়া কাপে ১০০০ রান করার দোরগোড়ায় রয়েছেন। ভারত-পাকিস্তান ম্যাচের আগে রোহিত বলেছেন, 'সবাই এই ম্যাচ দেখে, অত্যন্ত চাপ থাকে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু দলের মধ্যে আমরা স্বাভাবিক পরিবেশ তৈরি করারই চেষ্টা করি। আমরা এই ম্যাচ নিয়ে খুব একটা উত্তেজনা তৈরি করতে চাই না। দলের যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে কখনও খেলেনি, বা এক-দু'টি ম্যাচ খেলেছে, তাদের বলেছি যে, পাকিস্তান আরও একটি প্রতিপক্ষই! আর কিছু না।'

অন্যদিকে, বিদর্ভ, মধ্যপ্রদেশের মতো দলকে এক সময় ‘আন্ডারডগ’ হিসেবে দেখা হত ঘরোয়া ক্রিকেটে। চন্দ্রকান্ত পণ্ডিতের হাতে সেই দু’টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে বর্তমান পরিস্থিতিতে এই দু’টি দল অন্যতম শক্তিশালী। চন্দ্রকান্তের কোচিংয়ে প্রথম বারের মতো রঞ্জি ট্রফি জিতেছিল তারা। শেষ বারই মধ্যপ্রদেশকে প্রথম বারের মতো রঞ্জি ট্রফি দেন ঘরোয়া ক্রিকেটের ‘পণ্ডিতমশাই’। সেই সঙ্গেই মুম্বইয়ের কোচ হিসেবে জিতেছেন তিনটি রঞ্জি ট্রফি। বিদর্ভকে জিতিয়েছেন দু’বার। বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্সের কোচ। মরসুম শুরু হওয়ার আগেই তাঁর সাফ বার্তা, ‘‘দলকে ট্রফি দেওয়ার দায়িত্ব এ বার আমার।’’

Find Out More:

Related Articles: