ঋদ্ধিমান সাহার বাদ যাওয়া নিয়ে বোর্ড কি যুক্তি দিলো পড়ুন

frame ঋদ্ধিমান সাহার বাদ যাওয়া নিয়ে বোর্ড কি যুক্তি দিলো পড়ুন

A G Bengali
ঋদ্ধির আন্তর্জাতিক কেরিয়ার যে প্রায় শেষের দিকে সেটা প্রকাশ্যে না বললেও হাবেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে গেলেন মুখ্য নির্বাচক চেতন শর্মা। তাই তাঁর সাফ কথা জাতীয় দলের কামব্যাক করতে হলে রঞ্জি ট্রফি খেলতেই হবে। ঋদ্ধি যে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাদ যাবেন সেই আন্দাজ আগেই করা গিয়েছিল। তবে তাঁকে ছেঁটে ফেলা ও দলে কামব্যাক করা নিয়ে একটা ধোঁয়াশা রেখে দিলেন খোদ চেতন শর্মা। অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা গত দুই বছর নিজেদের যোগ্যতা অনুসারে পারফর্ম করতে পারেননি। তাই বাদ গেলেন। ১০৫টি টেস্ট খেলা ইশান্ত শর্মা সেই ইংল্যান্ড সফর থেকে দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ঋদ্ধি তো সুযোগই পাননি। কানপুর টেস্টে ঘাড়ে চোট নিয়ে লড়াকু অর্ধ শতরান করার পরেও দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট খেলার সুযোগ পাননি। তাঁকে কিনা মাঠে নেমে পারফরম্যান্স করার পরামর্শ দেওয়া হচ্ছে!


অন্যদিকে, রঞ্জির প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলা। প্রথম ইনিংসে বিপর্যয়ের পর চতুর্থ ইনিংসে দুরন্ত লড়াই অভিমন্যু ঈশ্বরণদের। ৩৪৯ রান তাড়া করে ম্যাচ জিতে নিল বাংলা। কটকে প্রথম দিন বাংলার বোলারদের দাপট ছিল। ঈশান পোড়েল, মুকেশ কুমারদের সামনে দাঁড়াতেই পারেনি বরোদা। ১৮১ রানে শেষ হয়ে যায় তারা। কিন্তু ব্যাট করতে নেমে হতাশ করেন মনোজ তিওয়ারিরা। হুড়মুড় করে ভেঙে পরে বাংলার ব্যাটিং। শেষ হয়ে যায় মাত্র ৮৮ রানে। সেই দিনের শেষে বাংলার কোচ অরুণ লাল বলেছিলেন যে, দলকে ভাল ব্যাট করতে হবে। দ্বিতীয় ইনিংসে সেটাই করে দেখালেন অভিমন্যুরা।

Find Out More:

Related Articles:

Unable to Load More