কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut) এবার চন্দ্রমুখীর(Chandramukhi) চরিত্রে।বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ২০০৫ সালে মুক্তি প্রাপ্ত ছবি চন্দ্রমুখী-র সিক্যুয়েল চন্দ্রমুখী ২(Chandramukhi 2)।প্রকাশ্যে এল ছবিতে কঙ্গনার চন্দ্রমুখী লুক।সদ্যই সোশ্যাল মিডিয়ায় চন্দ্রমুখী ২-র নতুন পোস্টার শেয়ার করেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন।তাতেই দেখা মিলেছে চন্দ্রমুখী রূপী কঙ্গনা রানাওয়াতের।পি বাসুর(P. Basu) পরিচালনায় এই হরর কমেডি ফিল্মে কঙ্গনার সঙ্গে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রাঘব লরেন্স(Raghav Lawrence)।রয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা।গণেশ চতুর্থী(Ganesh Chaturthi) উপলক্ষে হিন্দি সহ সবকটি দক্ষিণী ভাষায় মুক্তি পাবে চন্দ্রমুখী ২।করোনাকালের পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তারপর থেকে সময়টা মোটেও ভাল যাচ্ছে না বলিউডের অন্যতম এই বলিষ্ঠ অভিনেত্রীর। জয়ললিতার বায়োপিক থালাইভি(Thalaivi) থেকে অ্যাকশন থ্রিলার ফিল্ম ধাকড়(Dhakaad)। অভিনেত্রীর ব্যাক টু ব্যাক দুটি ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে।যদিও হতাশ হতে নারাজ বলিপাড়ার কুইন। গণেশ চতুর্থী মুক্তি পেতে চলেছে কঙ্গনার নতুন ছবি চন্দ্রমুখী ২।
পাশাপাশি নভেম্বরের শেষে মুক্তি পাচ্ছে এমার্জেন্সি।যে ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন কঙ্গনা রানাওয়াত। ছবিতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক ও ব্যক্তিজীবনের পাশাপাশি দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর শাসনকালের কুখ্যাত এমার্জেন্সি পিরিওডের গল্প বলেছেন কঙ্গনা।ছবিতে অনুপম খের,শ্রেয়স তলপাড়েদের সঙ্গে অভিনয় করেছেন মহিমা চৌধুরী,মিলিন্দ সোমন ছাড়াও আরও অনেকেই।এমার্জেন্সি মুক্তি পেতে এখনও ঢের দেরি। তবে তার আগে মুক্তি পাচ্ছে কঙ্গনার প্যান ইন্ডিয়ান ফিল্ম চন্দ্রমুখী ২।এই রকম হরর কমেডি ফিল্মে প্রথমবার অভিনয় করছেন তাই ছবি নিয়ে দারুণ আশাবাদী কঙ্গনা রানাওয়াত। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রমুখী।যে ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত,জ্যোতিকারা। চন্দ্রমুখী ২ সেই ছবিরই সিক্যুয়েল হতে চলেছে বলে জানা যাচ্ছে।একদিকে এমার্জেন্সি,অন্যদিকে চন্দ্রমুখী ২।মুক্তির অপেক্ষায় কঙ্গনার দু-দুটি ছবি।তাই অভিনেত্রীর স্বমহিমায় ফেরা এখন শুধুই সময়ের অপেক্ষা,বলছেন কঙ্গনার ভক্তরা।