তিন ম্যাচের সিরিজে আজকের ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। আজকে হারলেই সিরিজ হারবে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। তাই সিরিজ বাঁচাতে আজকের ম্যাচ জিততেই হবে ভারতকে। কিন্তু প্রথম ম্যাচে যে ত্রুটিগুলো দেখা দিয়েছে সেগুলো কি শুঝরে নামবে ভারত? কোনও ভাবে কি প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
তবে ভারত টিম আনচেঞ্জড রেখেও সিরিজে প্রত্যাঘাত করতে পারে। তাতে টিমের মনোবল বাড়বে বলেই আশা করছেন অনেকে। আর য়দি পরিবর্তন হয়, তাহলে কেমন হতে পারে একবার দেখে নেওয়া যাক- কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ. ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দন অশ্বিন, শার্দুল ঠাকুর, দীপক চাহার, যজুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা। ভূবনেশ্বর কুমারকে বাদ দিলেও দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, প্রথম ম্যাচে সেভাবে কোনও ছাপই ফেলতে পারেনি ভূবি। তবে অবশ্যই এটা সম্ভাব্য একাদশ। প্রকৃত একাদশ ভারতীয় টিম ম্যানেজমেন্টই নেবে। তবে ছয় নম্বর বোলারের সমস্যা কীভাবে মেটানো যায় সেই দিকেই তাকিয়ে থাকবে ভারতীয় সমর্থকরা।
তবে কোথায় দেখা যাবে আজকের ম্যাচ? সেটা বিস্তারিত জেনে নিন-
ম্যাচ: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় ওয়ানডে, (আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত)
তারিখ: ২১ জানুয়ারি (শুক্রবার)
সময়: ভারতীয় সময় খেলা শুরু দুপুর ২টো থেকে (দক্ষিণ আফ্রিকায় তখন রাত ১০টা ৩০ মিনিট)
ভেন্যু: বোল্যান্ড পার্ক, পার্ল
টিভি চ্যানেল: Star Sports 1/HD, Star Sports 1 Hindi/HD
অনলাইন স্ট্রিমিং: Disney+ Hotstar