করোনার দৈনিক সংক্রমিতের সংখ্যা বাড়ল

frame করোনার দৈনিক সংক্রমিতের সংখ্যা বাড়ল

A G Bengali
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে হল ১৭,১৩৫। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৩,৭৩৪। রাজ্যভিত্তিক কোভিডের সার্বিক পরিস্থিতি লক্ষ করলে দেখা যায়, দেশে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে তামিলনাড়ুকে ছাপিয়ে আবার শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১,৮৮৬। এর পরে রয়েছে কর্নাটক (১,৭৩৬), দিল্লি (১,৫০৬), তামিলনাড়ু (১,৩০২), কেরল (১,০৫৭)। আপাতত, কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা শূন্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৯,৮২৩ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৪ লক্ষ ৩ হাজার ৬১০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।


অন্যদিকে, আগামী কয়েক বছরে পাল্টে যেতে চলেছে ভারতের রেলস্টেশনগুলির চিত্র। ৪০ টিরও বেশি স্টেশনকে মলে রূপান্তর করা হতে পারে এবং এর জন্য রেলওয়ে ১৭,৫০০ কোটি টাকার একটি প্যাকেজ তৈরি করছে বলে জানা গিয়েছে। এই স্টেশনগুলির ছাদে প্লাজা হবে। সেখানে শপিং সেন্টার, ফুড কোর্ট এবং রেস্তোরাঁ থাকবে। রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রেলের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে রেলওয়ের ব্লুপ্রিন্টে বলা হয়েছে যে অনেক স্টেশন এলিভেটেড রোড দ্বারা সংযুক্ত হবে। কিছু স্টেশনে ট্র্যাকের উপরে একটি জায়গা থাকবে যেখানে এয়ার কনকোর্স, ফুড কোর্ট এবং অন্যান্য সুবিধা সহ হোটেল থাকবে। কন্যাকুমারীর জন্য ৬১ কোটি টাকা এবং নেল্লোরের জন্য ৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই জায়গায় প্রয়াগরাজ এবং চেন্নাইয়ের মতো বড় স্টেশনগুলি যথাক্রমে ৯৬০ কোটি এবং ৮৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ব্লুপ্রিন্ট শুধু রেলওয়ের আধুনিকরণের জন্য নয়। এর মাধ্যমে রেলওয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কীভাবে সম্ভব তাও দেখে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Find Out More:

Related Articles:

Unable to Load More