মেট্রোর সময় সূচিতে বড় রদ-বদল, কেন জেনে নিন
মেট্রো রেল সূত্রে খবর, অন্যান্য দিন রবিবারগুলিতে সকাল ৯টায় কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হয়। তবে আগামী রবিবার সকাল সাতটা থেকেই চালু হবে মেট্রো। পরীক্ষার্থীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সূচী শুধুমাত্র ২৮ মে রবিবারের জন্যই।
পাওয়ার ব্লকের কাজের জন্য ৬ মে থেকে ১১ জুন অর্থাৎ প্রত্যেক শনি এবং রবিবার সকাল ১০টায় কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে বলে আগেই জানিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ। তবে সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ২৮ মে সকাল ৭টা থেকে পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। অন্য দিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে সারা দিন ৭৩টি করে আপ-ডাউন মিলিয়ে ১৩০টি ট্রেনের বদলে ১৪৬টি মেট্রো চলবে।
উল্লেখ্য, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমারের অর্থাৎ টালিগঞ্জের মধ্যে ট্র্যাক মেইটেন্যান্স কাজের জন্য এক মাসের মেট্রোর সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে তবে সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ মে এবং ৩, ৪, ১১ জুন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। শনিবার ও রবিবার কবি সুভাষ থেকে টালিগঞ্জের মাঝে ট্র্যাক মেইটেন্যান্সের কাজ হবে। তার জন্য সময়সূচিতে কিছু পরিবর্তন হয়েছে। প্রতি শনিবার কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটের বদলে সকাল ১০টায় চালু হবে পরিষেবা। দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।