‘তালি’-র ট্রেলারে নজর কাড়া সুস্মিতা

A G Bengali
এবার রূপান্তরকামীর(Transgender) চরিত্রে সুস্মিতা সেন(Susmita Sen)।স্বাধীনতা দিবসে(Independece Day) ওটিটি প্ল্যাটফর্মে আসছে ওয়েব সিরিজ তালি(Taali)।রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরী সাওয়ান্তের(Shreegauri Sawant) জীবনযুদ্ধের কাহিনি নিয়ে ওয়েব সিরিজটি তৈরি করেছেন পরিচালক রবি যাদব(Ravi Yadav)।সোমবার মুক্তি পেল তালি-র ট্রেলার।যে ট্রেলারে একাধিক লুকে রীতিমতো নজর কেড়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স(Former Miss Universe) সুস্মিতা সেন।আরিয়া(Arya)-র পর তালি যে সুস্মিতার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে তা ট্রেলারেই বুঝিয়ে দিয়েছেন নির্মাতারা।


২০২০ সালে করোনাকালের মাঝেই ওটিটিতে মুক্তি পেয়েছিল পরিচালক রাম মাধবানির থ্রিলার ড্রামা সিরিজ আর্য।সিরিজে আরিয়া সিরিনের ভূমিকায় অভিনয় করে ওটিটি দুনিয়ায় ডেবিউ করেন অভিনেত্রী সুস্মিতা সেন।২০২১সাল থেকেই শোনা যাচ্ছে ওয়েব সিরিজে রূপান্তরকামীর ভূমিকায় অভিনয় করবেন ম্যায় হু না ছবির নায়িকা। যে কারণে বারবার বিনোদুনিয়ায় সংবাদের শিরোনামে উঠে এসেছিল সুস্মিতা সেনের নাম। গতবছর নির্মাতারা ঘোষণা করেন অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজের নাম তালি।যে সিরিজে রূপান্তরকামী সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীগৌরী সাওয়ন্তের চরিত্রে নজর কাড়তে চলেছেন সুস্মিতা সেন। জন্মসূত্রে বাবা-মা তাঁর নাম দিয়েছিলেন গণেশ।শরীরটা পুরুষের।কিন্তু মন থেকে সে ছিল একজন নারী।তাইতো ছেলেবেলায় স্কুলে শিক্ষিকা যখন গণেশকে জিজ্ঞেস করেছিলে সে কি হতে চায়?উত্তরে লাজুক হেসে গণেশ উত্তর দিয়েছিল সে সন্তানের মা হতে চায়।হতবাক শিক্ষিকা তাঁকে বোঝাতে পারেনি একজন ছেলে কোনওদিন মা হতে পারে না।কিন্তু মনে যার নারীত্বের পুষ্প সে কি করে পুরুষের শরীর নিয়ে খুশি হতে পারে।শেষ পর্যন্ত অস্ত্রপচার করে নারী হয়ে ওঠে গণেশ।
তাঁর নতুন নাম হয় শ্রীগৌরী সাওয়ন্ত।তৃতীয় লিঙ্গের উপর সমাজের কিছু মানুষের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়ায় সে।রূপান্তরকামীদের আইনত স্বীকৃতি পাওয়ার দাবিতে শ্রীগৌরী লড়াই করেছিলেন সুপ্রিম কোর্টেও।সমাজের জন্যও বহু কাজ করেছেন শ্রীগৌরী সাওয়ান্ত।এইচআইভই ও এইডস নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি মহারাষ্ট্র ইলেকশন কমিশনের গুডউইল অ্যাম্বাস্যাডার হিসেবেও কাজ করেছেন এই ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট।এমনকি একটি বিজ্ঞাপণেও দেখা গিয়েছে তাঁকে।শ্রীগৌরী সাওয়ান্তের জীবনের নানা কাহিনি এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন দর্শক।কারণ,১৫অগস্ট মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ তালি।সিরিজে শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা সেন।বিনামূল্যেই ওটিটিতে দেখা যাবে এই ওয়েব সিরিজ।

Find Out More:

Related Articles: