শুক্রবার শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভার্চুয়ালি। আসলে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, ভার্চুয়াল মাধ্যমে শুক্রবার এই হাসপাতালের উদ্বোধন করবেন মোদী। দেশের সর্বত্র স্বাস্থ্য পরিষেবার উন্নতি মোদীর অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য মাথায় রেখেই দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে। নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এই হাসপাতালে থাকছে ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক সব সুযোগসুবিধা। থাকবে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধাও। সঙ্গে থাকার কথা রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস, চিকিৎসকদের আবাসন। ১০০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালে থাকছে ৭৫০টি শয্যা। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে তারই উদ্বোধন করবেন মোদী। দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হলে শহরের ক্যানসার চিকিৎসায় বড় সুবিধা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে, বুধবার পাঞ্জাবের ফেরোজপুর জেলায় মাঝ উড়ালপুলে প্রায় ২০ মিনিট আটকে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশে। প্রধানমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মোদীর কনভয়ের সামনে কীভাবে বিক্ষোভ প্রদর্শিত হল, কেনই বা 'ফাঁক' থাকল নিরাপত্তায় তা নিয়ে ইতিমধ্যেই পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মোদীর কনভয়ের সামনে কীভাবে বিক্ষোভ প্রদর্শিত হল, কেনই বা 'ফাঁক' থাকল নিরাপত্তায় তা নিয়ে ইতিমধ্যেই পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।