২১ জুলাই ওটিটিতে মুক্তি পাচ্ছে বাওয়াল

A G Bengali
২১ জুলাই জনপ্রিয় ওটিটিতে মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান(Varun Dhawan) ও জাহ্নবী কাপুর(Janhavi Kapoor) জুটির প্রথম ছবি বাওয়াল(Bawaal)।রবিবার বিকেলে দুবাইতে জমকালো অনুষ্ঠানে প্রকাশ্যে এল ছবির ট্রেলার(Trailer)। বরুণ ও জাহ্নবী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনোজ পাহওয়া(Manoj Pahwa)। বাওয়াল আদপে একটি রোম্যান্টিক ফিল্ম হলেও ছবিতে রয়েছে এক গভীর মনস্তাত্বিক টানাপোড়েনের গল্প।আর পাঁচটা ওটিটি ফিল্মের থেকে বাওয়াল যে একদম ভিন্ন ঘরানার ছবি হতে চলেছে তা ট্রেলারেই(Trailer) বুঝিয়ে দিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি(Nitesh Tiwari)।দুবাইতে যে মুক্তি পাবে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত বাওয়াল-এর ট্রেলার,এমনটা কিন্তু জানা গিয়েছিল কয়েকদিন আগেই।রবিবার বেলা বাড়তেই প্লেনে ট্রেলার লঞ্চে যোগ দিতে দুবাই উড়ে যান বরুণ-জাহ্নবী,পরিচালক নীতেশ তিওয়ারি,প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা(Sajid Nadiadwala) সহ টিম বাওয়াল-এর অন্য সদস্যরাও। বিকেলে জমকালো অনুষ্ঠানে মুক্তি পেল বাওয়াল-এর ট্রেলার।অনুষ্ঠানে হাজির ছিলেন বরুণ ধাওয়ান,জাহ্নবী কাপুর,পরিচালক নীতেশ তিওয়ারি,প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং বাওয়াল-এর সহ প্রযোজক তথা নীতেশ তিওয়ারির পত্নী অশ্বিনী আইয়ার তিওয়ারি।

ছবিতে বরুণ ধাওয়ান রয়েছেন লক্ষৌ শহরের একটি স্কুলের হিস্ট্রি টিচার অজয় দীক্ষিতের চরিত্রে।তাঁর স্ত্রী নিশার ভূমিকায় রয়েছেন জাহ্নবী কাপুর। বিয়ের পর দুজনে হানিমুনে ইউরোপ ঘুরতে যান,ফ্রান্সের প্যারিস সহ আরও অনেক শহর ঘুরে দেখেন। প্যারিস,আর্মস্টারডাম হয়ে জার্মানির রাজধানী বার্লিনে পৌছয় নবদম্পতি। হিটলারের শহর ঘুরে দেখা পরই অদ্ভূত এক উপলব্ধিতে পৌছয় হিস্ট্রি টিচার অজয় দীক্ষিত ওরফে বরুণ ধাওয়ান।মুহূর্তেই সে ফিরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই দিনগুলিতে। যেখানে ইউরোপ সহ বিশ্বের নানা দেশে চলছে যুদ্ধের পরিবেশ। প্যারিস থেকে নর্ম্যান্ডি,যুদ্ধে প্রতিদিন মারা যাচ্ছে অগণিত সেনা।হিটলারের আদেশে গ্যাস চেম্বারে ভরে হত্যা করা হচ্ছে বিরোধী ও শত্রুপক্ষকে।হঠাৎই অজয়ের মনে হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেলেও মানুষের মনের মধ্যে যে অবিরাম যুদ্ধ চলছে সেই যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না।সেই কথায় শোনা গেল বাওয়াল-এর পরিচালক নীতেশ তিওয়ারির মুখে।ছবির ট্রেলার লঞ্চে এসে পরিচালক জানালেন,বাওয়াল দুইরকম হয়,শারীরিক এবং মানসিক।তাঁর নতুন ছবি বাওয়াল আসলে মানসিক বাওয়াল-এর গল্প।যা দেখার পরই দর্শক বুঝতে পারবেন ছবির গল্পে আদপে কি বলতে চেয়ছেন তিনি।

Find Out More:

Related Articles: