আর মাত্র কটা দিনের অপেক্ষা। গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে পুজো মরসুমের। আগে একটা সময় বাঙালির পুজো মরসুমের শুরু হত বিশ্বকর্মা দিয়ে। কিন্তু এখন বাঙালির পুজো ক্যালেন্ডারে ঢুকে পড়েছে গণেশ পুজো। যতই হোক বাঙালি এখন শুধু সরকারি চাকুরে, কবিতা লেখিয়ে কিংবা গাইয়ে নয়, এখন ব্যবসাও শিখেছে। তাই মারাঠা ভূমের সিদ্ধিদাতা গণেশের পুজো বিগত কয়েক বছর ধরেই বাঙালি বেশ জাঁকজমক করেই করছে। সেপ্টেম্বরে ১০ তারিখ গণেশ পুজো মিটলেই, এক সপ্তাহ পরেই বিশ্বকর্মা পুজো। তারপর কটা দিন কাটিয়ে নিলেই অক্টোবরে ঢুকলেই বাঙালির পুজোর মাস শুরু। পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনার মহালয়া। জেনে নিন বাঙালির পুজো মরসুমে কবে কী--
জানুন গণেশ পুজো থেকে দুর্গাপুজোর নির্ঘণ্ট
গণেশ পুজো- ১০ সেপ্টেম্বর, শুক্রবার
বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর, শুক্রবার
মহালয়া- ৬ অক্টোবর, বুধবার
মহাষষ্ঠী- ১১ অক্টোবর, সোমবার
মহাসপ্তমী- ১২ অক্টোবর, মঙ্গলবার
মহাঅষ্টমী- ১৩ অক্টোবর, বুধবার
মহানবমী- ১৪ অক্টোবর,
বৃহস্পতিবার বিজয়া দশমী- ১৫ অক্টোবর, শুক্রবার
কোজাগরী লক্ষ্মীপুজো- ১৯ অক্টোবর, মঙ্গলবার
কালীপুজো- ৪ নভেম্বর
ভাইফোঁটা- ৬ নভেম্বর
ছটপুজো- ১০ নভেম্বর
জগদ্ধাত্রী পুজো-১৪ নভেম্বর (নবমী)
দুর্গাপুজোর নির্ঘণ্ট একটু বিশদে-- সন্ধি পূজা - রাত্রি ৭ টা ৪৪ গতে সন্ধিপুজা আরম্ভ। রাত্রি ০৮ টা ০৮ গতে বলিদান। রাত্রি ৮ টা ৩২ মধ্যে সন্ধিপুজা সমাপন। শ্রী শ্রী কালিকা দেব্যাবির্ভাব। মহিষমর্দিনী দেব্যাবির্ভাব। মহারাত্রি নিমিত্তানুষ্ঠান। কুমারী পূজা।
নবমী তিথি আরম্ভ: ১৩ অক্টোবর, বুধবার। সময় – রাত্রি ০৮ টা ০৯ মিনিট।
নবমী তিথি শেষ – ইং – ১৪ অক্টোবর, বৃহস্পতিবার। সময় – রাত্রি ৬ টা ৫৩ মিনিট। দিবা ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পূজা এবং কেবল মহানবমী কল্পে (৭ম কল্প) পূজা প্রসস্তা। শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন।