লাখের নিচেই করোনা আক্রান্ত

A G Bengali
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৫৯৬ (Covid Update) । যা গতকালের তুলনায় সামান্য বেশি। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৬ হাজার ৪৯৮ জন। বিশেষজ্ঞদের মতে কাটতে চলেছে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ, ক্লান্ত ভারতবর্ষ। তবে মৃতের সংখ্যায় তেমন কোনও হেরফের নেই।  মৃতের সংখ্যাও গতকালের তুলনায় সামান্য বেড়েছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রোজ যত লোক দেশে নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৭২ হাজারেরও বেশি। আপাতত দেশে সক্রিয় রোগী রয়েছেন ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন। এর পাশাপাশি দেশের দৈনিক সংক্রমণের হারও কমছে। গত দু’দিন ধরে তা ৫ শতাংশের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৮৫ হাজারেরও বেশি। কোভিডের দ্বিতীয় ঢেউ স্থিমিত হওয়ার সময়ে গতি পেয়েছে করোনা টিকাকরণও। গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ লক্ষের বেশি জন টিকা পেয়েছেন। জানুয়ারিতে শুরু হওয়ার পর দেশে মোট টিকা দেওয়া হয়েছে ২৩ কোটি ৯০ লক্ষের বেশি।

পাশাপাশি এর মধ্যে দেশে ভ্যাকসিন নিয়েছেন ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জন। এত দিনে মোট  করোনা পরীক্ষা হয়েছে ৩৭ কোটি ১ লক্ষ ৯৩ হাজার ৫৬৩ জনের। যার মধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ৮৫ হাজার ৯৬৭ জনের।

Find Out More:

Related Articles: