১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা

A G Bengali
৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকেই কোভিড টিকা দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ১ এপ্রিল থেকেই এই টিকাকরণ শুরু হচ্ছে বলেও জানিয়েছেন জাভড়েকর। দ্বিতীয় দফায় ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁদের কো-মর্বিডিটি ছিল, তাঁদেরই টিকা দেওয়া হয়েছে। তার জন্য দেখাতে হয়েছিল চিকিৎসকের দেওয়া কো-মর্বিডিটির নথি। তবে ১ এপ্রিল থেকে সেই নথি আর দেখাতে হবে না। ৪৫ বছরের ঊর্ধ্বে সবাই টিকা পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার জাভড়েকর বলেন, ‘‘করোনাভাইরাসের সংক্রমণ দেশে বেড়ে চলেছে। তাই টিকাদানের গতি বাড়ানোর প্রচেষ্টা শুরু হয়েছে। দ্বিতীয় দফায় কো-মর্বিডিটির সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে ৪৫ বছর বয়স হলে যে কেউ টিকা নিতে পারবেন।’’
অন্যদিকে, কমিশনের(Election Commission) তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড প্রটোকল না মানলে বুথে ঢুকতে দেওয়া হবে না। বুথে ঢুকতে গেলে পরতে হবে মাস্ক, ডান হাতে পরে থাকতে হবে গ্লাভস। এইসব সতর্কতা ছাড়া কেউ যাতে ভোট দিতে না পারে তা নিশ্চিত করার জন্য বুথকর্মীদের নির্দেশ দিল কমিশন। কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথের বাইরে রাখা থাকবে স্যানিটাইজার। ডান হাতের জন্য গ্লাভসের ব্যবস্থা করবে কমিশন। ভোটদাতার বাঁ হাত খালি থাকবে। ওই হাতেই কালি লাগানো হবে। ভোট দেওয়ার পর ওই গ্লাভস ফেলতে হবে নির্দিষ্ট একটি জায়গায়। ভোটগ্রহণ শেষে ওইসব গ্লাভস নষ্ট করে ফেলবে কমিশন। প্রসঙ্গত, বিহার বিধানসভা নির্বাচনেও এমন কড়া করোনা প্রোটোকল লাগু করেছিল কমিশন।

Find Out More:

Related Articles: