চলতি ডিসেম্বর মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে ভারত এই দায়িত্ব গ্রহণ করে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে দু'বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল ভারত। এবার ১৫-সদস্য়ের এই নিরাপত্তা কাউন্সিলেই ডিসেম্বরের জন্য সভাপতিত্বের দায়িত্ব পেল ভারত। আর রাষ্ট্রসংঘের মঞ্চে কঠোর বার্তা দিলেন ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ।
গণতন্ত্রের জ্ঞান শেখাবেন না ভারতকে। স্পষ্ট বার্তা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতীয় প্রতিনিধি। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, দাবি রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের দায়িত্ব নেওয়ার পরেই গণতন্ত্র নিয়ে কড়া বার্তা দিল ভারত। গণতন্ত্রে কী করতে হবে, এ নিয়ে ভারতকে উপদেশ দেওয়ার কোনও প্রয়োজন নেই বলে রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিলেন স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। নিরাপত্তা কাউন্সিলের সভায় সন্ত্রাসবাদ ও বহুপাক্ষিকতা নিয়ে আলোচনা সভায় ওই বার্তা দেন ভারতের স্থায়ী প্রতিনিধি। বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি বলেন যে ভারতে গণতন্ত্রের শিকড় ২ হাজার ৫০০ বছরের পুরনো। সেই সময় থেকেই ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি পেয়ে আসছে। তাঁর মতে, আজও ভারতে আইনসভা, বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ার মতো গণতান্ত্রিক স্তম্ভগুলি অক্ষত। ভারতই পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বল দাবি করেন রুচিরা। এখানেই থেমে থাকেননি তিনি। ভারতের স্থায়ী প্রতিনিধি আরও বলেন যে প্রতি পাঁচ বছর অন্তর বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেক নাগরিকের নিজেদের মতপ্রকাশে রয়েছে অবাধ স্বাধীনতা। এভাবেই দেশ পরিচালিত হয়ে আসছে বলে জানান রুচিরা কম্বোজ। পরিবর্তন ও রূপান্তরের মাধ্যে ভারত এগিয়ে চলছে বলেও দাবি করেন তিনি।