কৃষকদের সঙ্গে পরের আলোচনা ৮ জানুয়ারি

A G Bengali
সপ্তম দফার আলোচনাতেও মিলল না কোনও সমাধান। দু’পক্ষই অবস্থানে অনড় থাকায় এই বৈঠকও ফলপ্রসূ হল না। শুধু ঘোষণা করা হল, পরবর্তী বৈঠক ৮ জানুয়ারি দুপুর ২টোর সময়। আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, আলোচনা থেকে বেরিয়ে এসে কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, ‘‘আমরা ফের ৮ জানুয়ারি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছি। সেখানে তিনটি কৃষক আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনের কথা আলোচিত হয়েছে। কিন্তু যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন প্রত্যাহার করব না।
কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, ‘‘কৃষকরা কৃষি আইন প্রত্যাহার ছাড়া আর কোনও বিষয়ে আলোচনার জন্য রাজি নয়। সরকার প্রচণ্ড চাপে রয়েছে। কেন্দ্র আইন প্রত্যাহার না করা পর্যন্ত কৃষকদের আন্দোলন চলবে।’’ 

Find Out More:

Related Articles: