অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুমরাহের তেজ দেখে ছিল গোটা ক্রিকেট বিশ্ব। যেখানে তিনি আট-ওভারের খেলায় নিজের কোটার বল করে দুটি উইকেট শিকার করেছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আউট করেছিলেন নিজের নিখুঁত ইয়র্কারের মধ্যে দিয়ে। ফিঞ্চের সতীর্থ উইকেট টেকার ফাস্ট বোলার জোশ হ্যাজলউড স্বীকার করেছেন যে বুমরাহ সম্ভবত সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার। শুক্রবার সকালে সিডনিতে সাংবাদিকদের হ্যাজেলউড বলেন, ‘যতদূর আমি মনে করি সে সম্ভবত টি-টোয়েন্টি ফর্ম্যাটের সেরা বোলার।’ তবে আসল বিষয় হল হ্যাজেলউড হলেন বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বোলার।
অন্যদিকে, ব্যাডমিন্টন কোর্টে তিনি আগ্রাসী মেজাজে থাকলেও, এ বার একেবারে অন্য মেজাজে পাওয়া গেল। ৩৬ তম জাতীয় গেমসে (Nationals Games 2022) অংশ গুজরাতে রয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu)। সেখানেই তাঁকে গরবা-র (GARBA) মেজাজে দেখা গেল। অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর সঙ্গে আর এক প্রাক্তন অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জকেও (Anju Bobby George) দেখা গিয়েছে। ছিলেন ব্যাডমিন্টন তারকা ত্রুপতি মুরুগুন্ডেকেও (Tripti Murgunde)। তিনজন এক সঙ্গে গরবা নেচে উপভোগ করলেন। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি। বৃহস্পতিবার ৩৬ তম জাতীয় গেমসের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী (Prime Minsiter Of India) নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেছিলেন, 'গত আট বছরে গেমগুলি থেকে দুর্নীতি এবং পরিবারবাদ নির্মূল করে যুবকদের তাদের স্বপ্নে আস্থা দেওয়া হয়েছে।' খেলাধুলাকে দেশের যুবকদের শক্তির উৎস হিসাবে বর্ণনা করে,প্রধানমন্ত্রী মোদী আরও বলেছিলেন যে খেলোয়াড়দের জয় এবং তাদের শক্তিশালী পারফরম্যান্স অন্যান্য ক্ষেত্রেও দেশের জয়ের পথ প্রশস্ত করবে।