বিজয়ার প্রণাম সারতে পার্থের কাছে বৈশাখী ! তৃণমূলে কী ফিরে আসছেন শোভন – বৈশাখী ?

Paramanik Akash
সমগ্র বাংলা জুড়ে বিজেপি দল ভাঙছে । গতকাল বাঁকুড়ায় প্রায় ১২০০ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে । প্রতিদিনই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে বিজেপি কর্মীরা । কালীপুজোর আগেই শনিবার বিজয়ার প্রণাম সারতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । তাহলে কী বৈশাখী আবার তৃণমূলে ফিরলেন ।
তিনি জানিয়েছেন, প্রাক্তন সতীর্থ শোভনের ব্যাপারে খোঁজও নিয়েছেন পার্থ। বৈশাখীর সঙ্গে সাক্ষাতের পর এদিন পার্থর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘অনেক বিষয়ে কথা হয়েছে’’। তবে কি শোভন-বৈশাখী আবারও তৃণমূলে ফিরছেন? এদিনের হঠাৎ বৈঠকের পর এই প্রশ্নটাই এখন মাথা চাড়া দিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি বৈশাখী।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কলেজের কিছু সমস্যা নিয়ে পার্থদার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলাম। আজ উনি সময় দিয়েছিলেন। কলেজের বিষয়ে কথা হয়েছে’’। রাজনীতি নিয়ে কথা হয়েছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বৈশাখী বলেন ,‘‘দেড় ঘণ্টা ধরে কথা হয়েছে। শুধু তো কলেজের বিষয়ে কথা হবে না, অন্যান্য বিষয়েও কথা হয়েছে। পার্থবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। উনি শোভনদাকেও খুব স্নেহ করেন। শোভনের ব্যাপারে খোঁজ খবর তো নিয়েছেন নিশ্চয়ই’’। পার্থবাবুকে প্রণাম করেছেন? প্রশ্ন শুনে বৈশাখী বলেন, ‘‘বিজয়ার পর কারও বাড়িতে গেলে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করাটাই তো শিষ্টাচার’’।
বৈশাখীর সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল মহাসচিব তথা পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলায় কোনও দোষ দেখি না। শুভেচ্ছা জানাতে এসেছিলেন। শোভন সম্পর্কেও জিজ্ঞেস করেছি। তাঁর শরীর কেমন আছে, খোঁজ নিয়েছি। কেউ অন্য কোনও রাজনৈতিক দলে চলে গেলেই যে সুস্থতা কামনা করব না, সেই সংস্কৃতি আমাদের নেই। অনেক কথাই হয়েছে। সব কথা তো বলা যায় না’’।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় হঠাৎ তৃণমূল নেতা তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর প্রশ্ন উঠছে তাহলে কী শোভন-বৈশাখীর বিজেপিতে মোহভঙ্গ হল । এবার কী ঘরের ছেলে ঘরে ফিরতে চান তাই কী পথ সরল করতেই বৈশাখী দেখা করলেন পার্থের সঙ্গে ।


Find Out More:

Related Articles: