পর্দায় নতুন জুটি টাইগার–রশ্মিকা?

frame পর্দায় নতুন জুটি টাইগার–রশ্মিকা?

A G Bengali
এক খবরে নতুন করে শোরগোল ফেললেন রশ্মিকা মন্দানা।একের পর এক সুপারহিট ছবিতে রশ্মিকার কাজ করা নিয়ে দেদার জল্পনা ‘বি-টাউনে’। এর মধ্যেই শোনা যাচ্ছে, আগামীতে শশাঙ্ক খৈতানের বড় বাজেটের ছবিতে নায়িকা হচ্ছেন দক্ষিণী তারকা। বিপরীত দেখা যাবে টাইগার শ্রফকে। ছবির প্রযোজনায় কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশন।মুম্বই সংবাদমাধ্যমের খবর, বলিউডে নতুন জুটির খোঁজে ছিলেন শশাঙ্ক। তার পরেই টাইগার-রশ্মিকার জুটির কথা মাথায় আসে তাঁর। এর আগে কোনও ছবিতে রশ্মিকাকে টাইগারের সঙ্গে দেখা যায়নি। সে দিক থেকে ‘গুজব-সুন্দরী’র সঙ্গে জ্যাকি শ্রফের পুত্রের রসায়ন এক নতুন সমীকরণ তৈরি করবে, এমনটাই মনে করছেন পরিচালক।


অন্যদিকে, সাবা আজাদের(Saba Azad) প্রেমে হাবুডুবু খাচ্ছেন হৃতিক রোশন(Hrithik Roshan)। তাঁদের প্রেমকাহিনি এখন মুম্বইয়ের টক অফ দ্য টাউন। আপাতত ফ্রান্সে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন সাবা ও হৃত্বিক। ভালোবাসার শহরে একে অপরের ভালোবাসায় আচ্ছন্ন এই তারকা জুটি। প্যারিসে একসঙ্গে কফি ডেটে গিয়েছিলেন সাবা ও হৃতিক। সেখানে প্রেমিকার বেশ কয়েকটি ছবি ক্লিক করেন অভিনেতা। সাবাকে ফ্রেমবন্দি করেছেন হৃত্বিক,সেই ছবি শেয়ার করেছিলেন সাবা। তবে এখানেই শেষ নয়, কফি ডেটের পরে ফ্রান্সের রাস্তায় লং ড্রাইভে গিয়েছিলেন সাবা ও হৃতিক। হুড খোলা গাড়িতে ঘুরছেন যুগলে। লং ড্রাইভের কিছু মুহূর্ত শুট করেছেন সাবা। সেই ভিডিয়োতে যদিও দেখা মেলেনি সাবা বা হৃতিককে। তবে ভিডিয়োর শেষ অংশে দেখা যাচ্ছে হৃত্বিকের টুপি। সুপারস্টারই যে গাড়ি চালাচ্ছিলেন তাও বোঝা যায়।

Find Out More:

Related Articles:

Unable to Load More