সমুদ্র সৈকতে ইলিয়ানা ডিক্রুজ

A G Bengali
ইলিয়ানা ডিক্রুজ বেশ অনেকদিনই পর্দায় দেখা মেলেনি তাঁর, তবে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বোঝাই যায় ব্যক্তিগত জীবন কতটা এনজয় করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ইলিয়ানা। মলদ্বীপে বিকিনি ছেড়ে টুপি দিয়েই নিজেকে ঢেকেছেন নায়িকা। টুপিতে লেখা ডু নট ডিস্টার্ব। তাঁকে কে ডিস্টার্ব করছেন সে কথা অবশ্য নায়িকা বলেননি। বেশ অনেকদিনই বিচে সময় কাটাচ্ছেন তিনি। ইলিয়ানার উপস্থিতিতে বাড়ছে সমুদ্রে সৈকতের পারদ। সাদা বিকিনিতে তাঁর শরীরী আবেদনে কাবু নেটিজেনরা। লাল রঙের বিকিনিতে তাঁর সম্মোহনী চাহনি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ইলিয়ানার উপস্থিতিতে বাড়ছে সমুদ্রে সৈকতের পারদ। সাদা বিকিনিতে তাঁর শরীরী আবেদনে কাবু নেটিজেনরা। লাল রঙের বিকিনিতে তাঁর সম্মোহনী চাহনি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। 

অন্যদিকে, ‘মনোহরা’র সৃষ্টিকর্তা মোদক পরিবার যদিও নিজের ছন্দেই চলছে। কিন্তু তাদের ঘাড়ের কাছে শ্বাস ফেলছে খুকুমণি! মিষ্টির পাশাপাশি বাংলার হারিয়ে যাওয়া রান্নার স্বাদ চেখে দেখার লোভ ছাড়তে পারছেন না দর্শক। সেই জোরেই ১১.১ পেয়ে ফের বাংলা সেরা ‘মিঠাই’। ৮.৯ পেয়ে রেটিং চার্টের ‘দ্বিতীয়’ এবং স্টার জলসার ‘সেরা ধারাবাহিক’ ‘খুকুমণি হোম ডেলিভারি’। রইল বাকি তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান। রেটিং চার্টে কোন কোন ধারাবাহিক সেই জায়গাগুলো দখল করেছে? চলতি সপ্তাহে সেখানেও অভিনবত্ব। যুগ্ম ভাবে তৃতীয় স্থানে ‘উমা’ এবং ‘অপরাজিতা অপু’। তারা পেয়েছে ৮.৬। চতুর্থ স্থানে ‘সর্বজয়া’, ‘যমুনা ঢাকী’। তাদের প্রাপ্তি ৮.৫। ৭.৪ পেয়ে দশম থেকে এক লাফে পঞ্চম স্থানে উঠে এসেছে ‘ধুলোকণা’।

Find Out More:

Related Articles: