এশিয়া কাপের সময়সূচি বদলে গেল

frame এশিয়া কাপের সময়সূচি বদলে গেল

A G Bengali
এ মাসের শেষে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। বিশ্বকাপের (CWC 2023) কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা হবে। এই টুর্নামেন্টের সূচিতে এল বদল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ শুরুর সময় ছিল দুপুর ১টা, দুপুর দেড়টা এবং দুপুর সাড়ে তিনটেয়। এবার সব ম্যাচই দুপুর ৩টেয় শুরু হবে। একথা জানিয়েছে এশিয়া কাপ সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস (Star Sports)।
৩০ অগাস্ট শুরু হবে এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান (Pakistan) এবং নেপাল (Nepal)। সেই ম্যাচ হবে মুলতানের মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কায় (Sri Lanka) সেই ম্যাচ হবে। এ বছর এশিয়া কাপে খেলবে ছ’টি দল। একটি গ্রুপে রয়েছে ভারতের, পাকিস্তান এবং নেপাল। আর একটি গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। গ্রুপ স্টেজের ভারতের দু’টি ম্যাচই রয়েছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত, নেপালের বিরুদ্ধে খেলবে ৪ সেপ্টেম্বর। পাকিস্তানের প্রথম ম্যাচ মুলতানে। সেই ম্যাচ খেলে শ্রীলঙ্কায় চলে যাবেন বাবর আজম। সেখানে খেলবেন ভারতের বিরুদ্ধে।
৩১ অগস্ট বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেটাই এ বারের এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ। বাংলাদেশের পরের ম্যাচ লাহোরে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ৫ সেপ্টেম্বর। সেই ম্যাচ হবে লাহোরে। গ্রুপ পর্ব থেকে চারটি দল উঠবে সুপার ফোরে।  প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।
এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। মোট ১৩টি ম্যাচ খেলা হবে এবারের এশিয়া কাপে। গত বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হলেও সামনে এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে।

Find Out More:

Related Articles:

Unable to Load More