কঙ্গনার সাহায্য চাইলেন এই অভিনেত্রী! কারণ জানেন ?

frame কঙ্গনার সাহায্য চাইলেন এই অভিনেত্রী! কারণ জানেন ?

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  
অন্যদিকে, বিয়ের প্রস্তাব ফেরানোয় প্রকাশ্যে অভিনেত্রী মালভি মালহোত্রাকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার অভিযোগ ওঠে যোগেশকুমার মহীপাল সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মালভিকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। মালভি মালহোত্রার উপর হামলার ঘটনায় জোর শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এবার যোগেশকুমার মহীপাল সিংয়ের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হলেন মালভি। টেলিভিশনের ওই অভিনেত্রী জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার সাহায্য চান। পাশাপাশি ওই ঘটনায় কঙ্গনা রানাউত যাতে তাঁকে সাহায্য করেন এবং তাঁর পাশে দাঁড়ান, সে বিষয়ে আবেদন করে মালভি। পাশাপাশি কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডির মেয়ে। তাঁর জন্মও মান্ডিতে। দোষীর উপযুক্ত শাস্তির জন্য কঙ্গনা যাতে পদক্ষেপ করেন, সে বিষয়ে বলিউড কুইনের সাহায্য চান মালভি মালহোত্রা। দোষীর উপযুক্ত শাস্তির জন্য কঙ্গনা যাতে পদক্ষেপ করেন, সে বিষয়ে বলিউড কুইনের সাহায্য চান মালভি মালহোত্রা। 

Find Out More:

Related Articles:

Unable to Load More