জ্যাকলিন ফার্নান্ডেজকে বিদেশ সফরের অনুমতি

A G Bengali
জ্যাকলিন ফার্নান্ডেজের দেশের বাইরে পা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি আদালত। তবে শনিবার আদালতের তরফেই তাঁকে বিশেষ ছাড়পত্র দেওয়া হল। এক পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে আবু ধাবি যাচ্ছেন 'বচ্চন পান্ডে'-র অভিনেত্রী। ২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব করেছিল ইডি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে। জানা গিয়েছে, সুকেশ জ্যাকলিনকে বিভিন্ন সময় সেই অবৈধ অর্থ ভাঙিয়ে উপহার দিয়েছেন। সেই ঘটনায় মামলা দায়ের হতে জ্যাকলিনের বিরুদ্ধেও বিশদে তদন্ত চলছে। আদালত জানিয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবু ধাবি, সংযুক্ত আরব আমিরশাহী ভ্রমণের অনুমতি পাবেন জ্যাকলিন। এই সময়সীমার মধ্যে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার বা এলওসি স্থগিত থাকবে। তবে দেশে ফেরার নিশ্চয়তা বাবদ অভিনেত্রীকে ৫০ লক্ষ টাকা জমা রাখতে হবে।

অন্যদিকে, অভিনেতার মৃত্যু হয় না, সিনেমার মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকেন আজীবন।  বাস্তবে তিনি না থেকেও থেকে যান পর্দা জুড়ে। সেরকমই মৃত্যুর পরও সৌমিত্র চট্টোপাধ্যায়(Soumitra Chatterjee) থেকে গেছেন সিনেমার মধ্যে দিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি 'বেলাশুরু'। বক্স অফিসে ভালো ব্যবসা করছে সেই ছবি। তবে এখানেই শেষ নয়,জুন মাসে মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি ছবি, ‘তৃতীয় পুরুষ’। ২০১৮ সালে রাজ মুখোপাধ্যায় ‘তৃতীয় পুরুষ’ বানিয়েছিলেন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন মনোজ মিত্র, দীপঙ্কর দে, শ্রীলেখা মিত্র, ইন্দ্রজিৎ চক্রবর্তী, শিশুশিল্পী শুভদর্শী মুখোপাধ্যায়। ২০১৯ সালে ছবির সমস্ত কাজ শেষ। ২০২০-তে মুক্তি পাওয়ার কথা ছিল ছবি। অতিমারি সব ওলটপালট করে দিয়েছে।

Find Out More:

Related Articles: