ধবলকে স্কোয়াডে নিতে পারে মুম্বই

A G Bengali
আইপিএলের ইতিহাসে সফলতম ফ্রাঞ্চাইজি নিঃসন্দেহে মুম্বই ইন্ডিয়ান্স দল। পাঁচবারের চ্যাম্পিয়ন দল তারা। কিন্তু চলতি মরশুমে যেন কোন কিছুই ঠিকঠাক হচ্ছে না রোহিত বাহিনীর। একের পর এক ম্যাচে লড়াই করেও তারা হারের মুখ দেখছে। শনিবাসরীয় সন্ধ্যায় লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে চলতি মরশুমে তাদের ষষ্ঠ হারের সম্মুখীন হয় মুম্বই। কিন্তু এরপরেই চমক।


মুম্বইয়ের এক সোর্স টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা পেস বিভাগের শক্তি বাড়াতে ধবল কুলকার্নিকে সই করাতে চাইছেন। মুম্বইয়ে রাজ্যস্তরে খেলার সুবাদে ধবল ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাতিলে কীভাবে বোলিং করতে হয়, সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ।”
কিন্তু বর্তমানে ধবল আবার খেলা ছেড়ে আইপিএলের ধারাভাষ্যও করছেন। স্টার স্পোর্টসের হিন্দি কমেন্ট্রি টিমের সদস্য তিনি। ম্যাচের বিশ্লেষণ করছেন টিভিতে নিয়মিত। প্রতিবেদনে বলা হয়েছে, ধবলের মত অভিজ্ঞ তারকাকে দলে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং রোহিত শর্মা। ২০১৬, ২০১৭ সালে কুলকার্নি সুরেশ রায়নার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স দলে খেলেছিলেন। ২০২০, ২০২১ সালে মুম্বইয়ে পুনরায় ফিরে আসেন ধবল কুলকার্নি। আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন। তারপরেই ধারাভাষ্যকারের প্যানেলে নাম লেখান। (তবে এই তথ্যের সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া হেরাল্ড)

অন্যদিকে, রোনার (COVID-19) ধাক্কা সামলে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) শুরু হয়েছে  দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম পঞ্জাব কিংস ম্য়াচ (Punjab Kings)। ম্যাচের কয়েক ঘণ্টা আগেই জানা যায় যে, টিম সেইফার্ট ( Tim Seifert) করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকে নিয়ে দিল্লি শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয়!

Find Out More:

Related Articles: