ঈশান-যশস্বীর অভিষেক তবে কপাল খুলল না বঙ্গ পেসারের
বাংলার পেসার মুকেশ কুমারের (Mukesh Kumar) আজ অভিষেক হবে কি না, সেদিকেও নজর ছিল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হল না তাঁর, খেলানো হল জয়দেব উনাদকাটকে (Jaydev Unadkat)। উনাদকাট বাঁ-হাতি পেসার, সেই বৈচিত্র্য কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। মহম্মদ শামির (Mohammad Shami) অনুপস্থিতিতে পেস-আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। সঙ্গে শার্দূল ঠাকুর (Shardul Thakur) আছেন, তাঁর ব্যাটিং দক্ষতাও কাজে আসবে।
আজ সাদা জার্সিতে অভিষেক ঘটল যশস্বী জয়সওয়ালের (Jasahsvi Jaiswal)। অধিনায়কের সঙ্গে ইনিংস তিনিই শুরু করবেন। সাম্প্রতিককালে ওপেনিং স্পট দখল করে থাকা শুভমান গিল (Subhman Gill) নামবেন তিনে। রোহিত জানান, তিন নম্বরে ব্যাট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন গিল নিজেই। প্রথমে পরিকল্পনা ছিল গিল-রোহিতের পর নামবেন জয়সওয়াল। টসে জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট।