অভিনেত্রীর অশ্লীল ছবি-ভিডিও পোস্ট, তারপর...

frame অভিনেত্রীর অশ্লীল ছবি-ভিডিও পোস্ট, তারপর...

GHOSH ARPAN

এক অভিনেত্রীর অশ্লীল ছবি, ভিডিও সোশ্যল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে FIR  করা হল গায়ক পবন সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ, অক্ষরা সিং নামে ওই অভিনেত্রীর অশ্লীল ছবি ও ভিডিও শ্যুট করে তা সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে পবন সিং। অভিনেত্রীর আরও অভিযোগ, তাঁর সম্পর্ক থাকাকালীন প্রায়ই মত্ত অবস্থায় আসত পবন সিং। তারপর তাঁকে গালিগালাজ করত বলেও অভিযোগ। ২০১৮ সালে পবন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হয় অক্ষরা সিংয়ের। তবে বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ একেবারেই মানতে পারেনি পবন সিং। তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ হানেন অক্ষরা। সেই সঙ্গে অক্ষরাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।

অন্যদিকে, আবারও বকেয়া না মেটানো নিয়ে সঙ্কট সিরিয়ালের কলাকুশলীদের। জানা গিয়েছে, সুব্রত রায়ের প্রযোজনায় মোট পাঁচটি সিরিয়াল চললেও এখনও বকেয়া টাকা পাননি শিল্পীরা। প্রায় ১১ কোটি টাকা বাকি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আর্টিস ফোরামে অভিযোগ জানানো হয়েছে। আর্টিস ফোরাম শ্যুটিং বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোনও অবস্থাতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না। কিন্তু ফোরামের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার তাঁদের কাছে একটাই পথ। ফোরামের মিটিংয়ে আগামী ২৬ তারিখের মধ্যে টিডিএসের টাকা সুব্রত রায়কে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্যুটিং বন্ধ হলে তো টেলিকাস্ট নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সুব্রত রায়ের ইউনিট সূত্রে খবর, বেশ কয়েকটি এপিসোড ব্যাঙ্ক করা রয়েছে। উল্লেখ্য,‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘সৌদামিনীর সংসার’, ‘তারাপীঠ’, ‘মা মনসা’র প্রযোজক সুব্রত।


Find Out More:

Related Articles:

Unable to Load More