জওয়ানদের রুটি বানিয়ে খাওয়ালেন এই অভিনেতা
উরিতে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ছবি তৈরি হয়েছিল, যার নাম ‘উরি: দ্য
সার্জিক্যাল’ স্ট্রাইক। আর সেই ছবিতে সেনা অফিসারের চরিত্রে অভিনয় করে
দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ভিকি কৌশল। তবে আবারও তিনি খবরের শিরোনামে। এবার
বাস্তবে জওয়ানদের নিজের হাতে রুটি বানিয়ে খাওয়ালেন এই অভিনেতা। গড়লেন দেশপ্রেমের
আরেক নজির। ইন্দো-চিন সীমান্ত, ১৪ হাজার ফুট উচ্চতায় তাওয়াং প্রদেশে কখনও
জওয়ানদের সঙ্গে বৃষ্টিভেজা দুপুরে ভলিবলে মেতে উঠেছেন, তো কখনও তাঁদের
সঙ্গে হাতে হাতে রুটি বানাচ্ছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। তাওয়াং প্রদেশ থেকেই জওয়ানদের
সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “১৪ হাজার ফুট
উচ্চতায় অবস্থিত অরুণাচল প্রদেশের তাওয়াং ইন্দো-চিন সীমানা। সেখানকার নিরাপত্তার
দায়িত্বে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তাঁদের সঙ্গে কিছুদিন কাটানোর সুযোগ
পেয়ে আমি গর্বিত।” স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভিকির এমন
সিদ্ধান্তে বেজায় খুশি হয়েছেন নেটিজেনরা।
অন্যদিকে, জঙ্গি হামলার সম্ভাবনার কথা বলে অমনরনাথ যাত্রা থেকে তীর্থযাত্রী এবং পর্যটকদের ফিরে আসার জন্য বিবৃতি জারি করা হয়েছে। শুধু কি সেই কারণেই নাকি অন্য কোনও কারণ আছে ? কেন এতো আধা সেনা মোতায়েন করা হচ্ছে কাশ্মীরে ? এই প্রশ্নের উত্তর না পেয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক বা রাজনাথ সিংহের প্রতিরক্ষা মন্ত্রক কাশ্মীর নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি সংবিধানের ৩৭০ বা ৩৫এ ধারা তুলে দেওয়ার ঘোষণা করতে চলেছে? না কি জম্মু-কাশ্মীরকে তিন প্রশাসনিক এলাকায় ভাগ করা বা বিধানসভার আসন পুনর্বিন্যাসের ঘোষণা হবে? কিন্তু উত্তর এখনও পাওয়া যায়নি। সেনা ও গোয়েন্দা সূত্রের দাবি, এ সব কোনও জল্পনাই সত্যি নয়। কাশ্মীরে বড় রকমের নাশকতার পরিকল্পনা করছে পাকিস্তানি সেনা ও তাদের মদতে পুষ্ট জঙ্গি সংগঠন।