মিড-ডে মিলের ডালে মিলল মরা ইঁদুর তা খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিক্ষার্থীরা , যোগী রাজ্যের এই ঘটনায় তোলপাড় দেশ

frame মিড-ডে মিলের ডালে মিলল মরা ইঁদুর তা খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিক্ষার্থীরা , যোগী রাজ্যের এই ঘটনায় তোলপাড় দেশ

Akash Paramanik

যোগী রাজ্যের মিড-ডে-মিলে পাওয়া গেল মরা ইঁদুর । আর ওই ইঁদুর মরে পড়ে থাকা ডালকে ছেলেমেয়েদের খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুজাফ্ফরনগরের ওই স্কুলে মিড ডে মিল রান্নার দায়িত্বে রয়েছে ‘জনকল্যাণ সংস্থা বিকাশ কমিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ দিনের খাবার ছিল মূলত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য। ১৫ জনের মতো পড়ুয়াকে পরিবেশনের পর দেখা যায় ডালের নীচের দিকে রয়েছে একটি মরা ইঁদুর। সঙ্গে সঙ্গেই খাবার পরিবেশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে যাঁরা খেয়েছিল, তাদের কয়েক জনের পেটেব্যথা, বমির উপসর্গ শুরু হয়। প্রায় সঙ্গে সঙ্গেই ৯ জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

স্কুলের ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার বক্তব্য, ‘‘হ্যাঁ স্যার, আমরা যেই হাতা দিয়ে নীচের দিক থেকে ডাল তুলেছি, দেখি একটা মরা ইঁদুর। ওই ডালের পাত্রের নীচে ছিল ইঁদুরটি।’’ স্থানীয় শিক্ষা দফতরের এক কর্মী রামসাগর ত্রিপাঠী বলেন, ‘‘খাবার তৈরি করেছিল ‘জনকল্যাণ সংস্থা বিকাশ কমিটি’। আজ ডালের মধ্যে মরা ইঁদুর পাওয়া গিয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই খাবার বন্ধ করে দিয়েছি। অসুস্থ বোধ করায় ৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তারা সবাই ভাল আছে। কোনও সমস্যা নেই। পুরোটাই সংস্থার দায়সারা মনোভাবের জন্য হয়েছে।’’ ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গত সপ্তাহেই শোনভদ্র এলাকার একটি ভিডিয়ো ঘিরে উত্তরপ্রদেশ জুড়ে তোলপাড় হয়েছিল। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ১ লিটার দুধকে জল মিশিয়ে ৮১জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে । তার আগে সেপ্টেম্বরে উত্তরপ্রদেশেরই মির্জাপুরে মিড ডে মিলে খুদে পড়ুয়াদের নুন দিয়ে রুটি খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছিল। পর পর এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল উত্তরপ্রদেশের মিড ডে মিল ব্যবস্থা। মঙ্গলবারের ঘটনার পর সেই প্রশ্নচিহ্নই আরও বড় হয়ে উঠল।

Find Out More:

Related Articles:

Unable to Load More