টুইটারের নতুন সিইও পরাগ আগরওয়াল

A G Bengali
জ্যাক ডর্সি পদত্যাগ করায় টুইটারের নতুন এগজিকিউটিভ অফিসার (সিইও) হতে চলেছেন পরাগ আগরওয়াল। বর্তমানে টুইটারের চিফ টেকনোলজি অফিসারের পদে রয়েছেন আইআইটি বম্বের প্রাক্তনী। সোমবার ইস্তফার কথা ঘোষণা করে টুইটারের কর্মীদের উদ্দেশে ডরসি লিখেছেন, ‘জানি না, কেউ জানেন কি না, তবে আমি টুইটার থেকে ইস্তফা দিয়েছি। প্রায় ১৬ বছর ধরে আমাদের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও, কখনও চেয়ারম্যান থেকে এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান, কখনও আবার ইন্টেরিম সিইও... । অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমার সরে যাওয়ার সময় এসেছে।’ সেই বার্তা ভাগ করে আগামী সিইও পরাগ আগরওয়াল লিখেছেন,''জ্যাক ও তাঁর টিমকে অসংখ্য কৃতজ্ঞতা। ভবিষ্যতের জন্য উচ্ছ্বসিত। সকলের ভরসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।'' লিখিত বিবৃতিতে পরাগ লিখেছেন, ''গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে। যা আগের চেয়েও বেশি। আজকের খবর নিয়ে নানা মানুষের নানা মত। কারণ টুইটারের ভবিষ্যৎ নিয়ে তাঁরা ভাবিত। এটা বলে দেয়, আমাদের কাজ কতখানি গুরুত্বপূর্ণ।''

টুইটারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত পরাগকে অনেকেই গুগল-কর্তা সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার মতো ব্যক্তিত্বদের সঙ্গে একসারিতে রাখছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বম্বের প্রাক্তনী পরাগ। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন। স্ট্যান্ডফোর্ডে পড়াশুনোর সময় মাইক্রোসফট, ইয়াহু এবং এটিঅ্যান্ডটি ল্যাবে গবেষক হিসেবে কাজ করেছেন পরাগ। ২০১১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন টুইটারে। ৬ বছর কাজ করার পর ২০১৭ সালের অক্টোবরে টুইটারে চিফ টেকনিকাল অফিসার হন। এবার পেলেন বড় দায়িত্ব। টুইটারের নতুন 'বস' হলেন পরাগ আগরওয়াল।

Find Out More:

Related Articles: