রকি অউর রানি কি প্রেম কাহানি(Rocky Aur Rani Kii Prem Kahani) মুক্তির পরই নয়া প্রজেক্ট(New Project) শুরু করতে চলেছেন করণ জোহর(Karan Johar)।ফিরতে চলেছে কেজোর জনপ্রিয় ফিল্ম ফ্র্যাঞ্চাইজি স্টুডেন্ট অফ দ্য ইয়ার(Student Of The Year)।স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২(Student Of The Year 2)-র পর এবার আসছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩(Student Of The Year 3)।তবে একদম নতুন আঙ্গিকে।ছবি নয়,এবার ওয়েব সিরিজ(Web Series) ফরম্যাটে আসতে চলেছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ফ্র্যাঞ্চাইজি।যে সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর(Shanaya Kapoor)।ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মের(Ott Platform) সঙ্গে সিরিজের স্ট্রিমিং সংক্রান্ত চুক্তি সেরে ফেলেছে করণের সংস্থা ধর্মাটিক এন্টারটেইনমেন্ট(Dharmatic Entertainment)।জানা যাচ্ছে প্রথম দুটি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির থেকে অন্য লেভেলের হতে চলেছে নতুন এই ওয়েব সিরিজ।চলতি বছরের শেষ দিকে শুরু হয়ে যেতে পারে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩-র শ্যুটিং।
২০১২ সালে মুক্তি পায় স্টুডেন্ট অফ দ্য ইয়ার।করণ জোহরের পরিচালনায় যে ছবিতে বলিউডে পা রাখেন এই প্রজন্মের তিন তারকা বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট।২০১৯ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছে টাইগার শ্রফ,অনন্যা পাণ্ডে ও তারা সুতরিয়া অভিনীত ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২।যে ছবির প্রযোজনার দায়িত্বে করণ জোহর থাকলেও ছবিটি পরিচালনা করেছিলেন পুনিত মালহোত্রা।জানা যাচ্ছে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩ পরিচালনার ভারও কোনও জুনিয়র পরিচালককে দিতে চলেছেন কেজো।শানায়া কাপুর ছাড়া আর কে কে এই ওয়েব সিরিজে জায়গা করে নেন সেটাই দেখার।
প্রসঙ্গত,করণ জোহরের প্রযোজনায় বেধড়ক ছবিতে অভিনয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন শানায়া কাপুর।শশাঙ্ক খৈতান পরিচালিত যে ছবিতে দেখা যাবে দুই নায়ক গুরফতেহ পীরজাদা এবং লক্ষ লালওয়ানিকে।পাশাপাশি প্যান ইন্ডিয়ান ফিল্মেও কাজ শুরু করেছেন সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর।মোহনলাল অভিনীত তেলুগু ফিল্ম বৃষভা-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের এই স্টারকিডকে।ছবিটির অন্যতম প্রযোজকের দায়িত্ব পালন করছেন একতা কাপুর।এবার করণ জোহরের মেগা ওটিটি প্রজেক্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩ ওয়েব সিরিজেও দেখা যাবে সানায়াকে। পাশাপাশি ছবিতে আরও অনেকেই অভিনয় করবেন, যার মধ্যে থাকবেন বলিউডের একাধিক স্টারকিড।রকি অউর রানি কি প্রেম কাহানি মুক্তি পাওয়ার পরই নাকি সিরিজের অ্যানাউন্সমেন্ট করতে পারেন করণ জোহর।