পরের বছর ধোনি কি আইপিএল খেলবেন?

A G Bengali
অধিনায়ক ধোনি (Captain MS Dhoni) ক্যারিয়ারের সূর্যাস্তের সময়েও লাল আভাটা ধরেই রেখেছেন। ৪১-এও বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন অধিনায়ক ধোনি। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জয়ের নজির আগেই দখল করেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এবার সেই ব্যবধান তিনি আরও বাড়ালেন। সোমবার গুজরাট টাইটান্সকে হারিয়ে চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনির ঝুলিতে এখন মোট ৯টি ট্রফি রয়েছে। যা আর কোনও অধিনায়কের নেই। এরপরে অবশ্য রয়েছেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ট্রফির সংখ্যা ৭।
কিন্তু এতো গেল রেকর্ডের কথা, কিন্তু মহেন্দ্র সিং ধোনি কি অবসর নিচ্ছেন? কয়েক কোটি টাকার প্রশ্নের জবাব বোধহয় ইঙ্গিতেই স্বয়ং বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে হর্ষ ভোগলের প্রশ্নের উত্তরে তিনি বললেন, “তুমি তা হলে একটা উত্তর খুঁজছ তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনও দিনই ভোলার হয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরও কঠিন চ্যালেঞ্জ হল, পরের নয় মাসে কঠোর পরিশ্রম করে এবং আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও আমার কাছে ভাবার জন্য ৬-৭ মাস রয়েছে। আমার তরফে থেকে এটা সমর্থকদের কাছে উপহার। জানি শরীরের জন্য কাজটা সহজ হবে না। তবুও।”
তাহলে যা ইঙ্গিত ধোনি দিলেন, তাতে বোঝা যাচ্ছে হয়তো পরের মরসুমে মাহি মার রাহা হ্যায়...আবারও বলতে পারবেন আপনিও।

Find Out More:

Related Articles: