ক্লান্ত হার্দিক পেলেন ব্রেক

A G Bengali
মেলবোর্ন থেকে সিডনিতে চলে এসেছেন রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma)। বিসিসিআই (BCCI) ট্যুইটারে সেই ভিডিয়ো শেয়ার করেছে। একেবারে আত্মবিশ্বাসে ফুটছে নীল জার্সিধারীরা। পাক ম্যাচে ভারতের অন্যতম নায়ক হার্দিক পাণ্ডিয়াকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নাও দেখা যেতে পারে! এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ মেলবোর্নের ধকলে অত্যন্ত ক্লান্ত হার্দিক। তাঁকে টিম রিকভারি ব্রেক দিয়েছে বলেই খবর। হার্দিকের জায়গায় দীপক হুডাকে (Deepak Hooda) খেলানোর পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি প্রাক্তনরা।

অন্যদিকে, ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য বলেছেন, এক জন ক্রিকেটার ভাল খেললেই হবে না। দলের সকলকে ভাল খেলতে হবে ভাল কিছু করতে হলে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও কিছুই আগে থেকে ধরে নেওয়া সম্ভব নয়। মদনলাল বলেছেন, ‘‘কোহলির ইনিংসটা অসাধারণ। এমন ইনিংস আমি আগে দেখিনি। কিন্তু কোহলি সব ম্যাচ জেতাবে ধরে নিলে ভুল হবে। এত বড় প্রতিযোগিতা কোনও এক জনের পক্ষে জেতানো কঠিন।’’ মদনলালের আশা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি আরও রান করবেন। তিনি বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার উইকেট কোহলির খেলার সঙ্গে মানানসই। বড় মাঠের সুবিধা কাজে লাগিয়ে এক, দুই বা তিন রান নেয়। ফিল্ডিংয়ের ফাঁক কাজে লাগায়। মাঝে মাঝে বড় শটও নেয় সুযোগ মতো। মানসিক ভাবে কোহলি খুব শক্তিশালী। বিশ্বকাপে ওর সফল হওয়ার সম্ভাবনা যথেষ্টই।’’ কোহলির প্রশংসা করলেও ভারতীয় দলের অধিনায়ক এবং সহ-অধিনায়কের খেলায় খুশি নন মদনলাল। তিনি বলেছেন, ‘‘রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকেও ভাল খেলতে হবে। ইনিংসের শুরুটা ভাল হওয়া ভীষণ দরকার। দলের সকলকে নিশ্চিত করতে হবে, তারা নিজের সেরাটাই মাঠে দিচ্ছে। প্রতিটি ম্যাচেই নিজের সেরা দিতে হবে ক্রিকেটারদের।’’

Find Out More:

Related Articles: